একেই বলে দেশি জুগাড়, মুহূর্তের মধ্যে শেষ কয়েক ঘন্টার কাজ

চাষ করা মুখের কথা নয়। মাঠ তৈরি করে ফসল ফলানো, বীজ বপন থেকে ফসল কাটা, এই গোটা কাজ খুবই সময় সাপেক্ষ। সেই সঙ্গে খুবই খাটনির।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

চাষ করা মুখের কথা নয়। মাঠ তৈরি করে ফসল ফলানো, বীজ বপন থেকে ফসল কাটা, এই গোটা কাজ খুবই সময় সাপেক্ষ। সেই সঙ্গে খুবই খাটনির। পুরনো পদ্ধতিতে যারা ভরসা করেন তাদের হয়তো আরও একটু বেশি সময় লাগে। কিন্তু এমনও অনেক ব্যক্তি রয়েছেন যারা বুদ্ধি খাটিয়ে বের করেন সহজ কোনো উপায়। আমরা ভারতীয়রা যাকে বলি জুগাড়।

Advertisements

আপনারা নিশ্চয়ই দেশি জুগাড়ের এমন ভিডিও দেখেছেন যেখানে কৃষকরা নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে তাদের কাজে অনেক সহজ করে তুলেছে । সামাজিক মাধ্যমে ক্রমে ভাইরাল হয়েছে কৃষি ক্ষেত্রে দেশি জুগাড় সম্পর্কিত ভিডিও।

Advertisements

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, একজন কৃষক মুহূর্তের মধ্যে আশেপাশের সব গম কেটে ফেলছেন। কৃষক দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যা তার পক্ষে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। কৃষকের এই কীর্তি অনেকেই পছন্দ করেছেন। তার এই উদ্ভাবনী ক্ষমতার ভিডিওটিতে প্রচুর লাইক পড়েছে ইতিমধ্যে।

অল্প সময়ের মধ্যে এই কৃষক পুরো ক্ষেতের গম কেটে ফেলতে সক্ষম হয়েছে। যে কাজ করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, সেই কাজ হয়েছে মুহূর্তের মধ্যে। শুধু মাত্র নিজের মাথাকে কাজে লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই গম কেটে ফেলতে সক্ষম হয়েছেন এই কৃষক। এই ভিডিও দেখার পর অনেকেই হয়তো অনুপ্রাণিত হবেন। আপনি এখনও দেখে না থাকলে ভিডিওটি দেওয়া রইল, প্লে করে নিন।

Advertisements