কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে বিভিন্ন প্রকল্প চালানো হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ নিজেদের আর্থিক চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে। সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও একাধিক লাভজনক প্রকল্প শুরু করা হয়েছে। এ ব্যাপারে পিছিয়ে নেই দেশের অন্যতম বড় সংস্থা LIC।
এলআইসির পক্ষ থেকেও বিভিন্ন প্ল্যান নিয়ে আসা হয়েছে যা সাধারণ জন্য বেশ লাভজনক বলে প্রমাণিত হচ্ছে। এই প্রতিবেদনে এলআইসির তেমনই একটি লাভজনক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে , যেটা আপনার জন্য হতে পারে বেশ কার্যকরী। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এলআইসির এমন কোন স্কিম যার মাধ্যমে মানুষের স্বপ্ন সত্যি হচ্ছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চলেছি LIC Nivesh Plus Plan সম্পর্কে। এতে বিনিয়োগ করে আপনি আপনার ভবিষ্যত সুরক্ষিত করতে পারবেন।
আপনি সহজেই নিবেশ প্লাস স্কিমে যোগদান করে উপকৃত হতে পারেন। যার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে হবে। আপনি এই বিনিয়োগ প্লাস পরিকল্পনায় একটি ভাল পরিমাণ অর্থ লাভ করতে পারবেন। আপনি যদি এই সুযোগটি মিস করেন তবে আপনি আফসোস করতে পারেন। যদি সংস্থা পরিচালিত ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানের সুবিধা নিতে চান তবে আপনাকে প্রথমে প্রিমিয়াম নিতে হবে। যদি ঝুঁকির ভিত্তিতে বিনিয়োগ করেন তবে ১৫ শতাংশ এনএভি বৃদ্ধির ভিত্তিতে ৫ বছরে আপনার অর্থ প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। সেই সঙ্গে ঝুঁকি কমে যাওয়ায় রিটার্নও কম হবে। এই পলিসির সুবিধা নিতে হলে আপনাকে যত দ্রুত সম্ভব এই স্কিমে বিনিয়োগ করতে হবে। যদি দেরি হয় তবে আপনি আফসোস করতে পারেন।
LIC Nivesh Plus প্ল্যানে এফডির মতো ওয়ান টাইম প্রিমিয়াম দিতে হয়। ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানে আপনি জীবন বীমা এবং দুর্ঘটনা বীমা ইত্যাদির সুবিধা পাবেন। বিনিয়োগের পরিমাণ বাড়ার সাথে সাথে দুর্ঘটনা বীমার কভারও বৃদ্ধি পায়। যদি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে আপনি ৩ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত কভারেজ পাবেন।