ওয়ার্ক ফ্রম হোম করে কামান মোটা মাইনে, দারুণ সুযোগ দিচ্ছে টেক মাহিন্দ্রা

করোনা অতিমারি সময়কাল থেকে জোর পেয়েছে ওয়ার্ক ফ্রম হোম কাজ করার সুবিধা। অনেকেই এখন অফিসে না গিয়ে বাড়ি বসে কাজ করছেন। শুধু কাজ করছেন তাই…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

করোনা অতিমারি সময়কাল থেকে জোর পেয়েছে ওয়ার্ক ফ্রম হোম কাজ করার সুবিধা। অনেকেই এখন অফিসে না গিয়ে বাড়ি বসে কাজ করছেন। শুধু কাজ করছেন তাই নয়, মোটামুটি মাস গেলে ভালো মাইনেও পাচ্ছেন। আপনিও যদি বাড়ি বসে কাজ করে ভালো মাইনে পেতে চান তাহলে এই প্রতিবেদনটি ভালো করে একবার পড়ে নিন। এই প্রতিবেদনে যেমন চাকরির সন্ধান দেওয়া রয়েছে, তেমনই সেই চাকরিতে কীভাবে আবেদন করবে সেই পদ্ধতি নিয়েও করা হয়েছে আলোচনা।

Advertisements

টেক মাহিন্দ্রার ওয়ার্ক ফ্রম হোম চাকরি ভালো অপশন হতে পারে। এই চাকরির জন্য আবেদন করতে হলে অনলাইন মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ মেনে চলতে হবে। কী সেই পদক্ষেপ? সেটাই জেনে নেওয়া যাক।

Advertisements

অনলাইনে আবেদন করার জন্য নিজের নাম আগে রেজিষ্টার করতে হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে। এখন থেকে পেয়ে যাবেন ওয়ার্ক ফ্রম হোম জব ২০২৩ এর বেশ কিছু অপশন। টেক মাহিন্দ্রার বিভিন্ন ওয়ার্ক ফ্রম হোম জব অপশন পাবেন। ক্লিক করতে হবে আপনার পছন্দের অপশনে। এবার এই পেজে অনলাইনে আবেদন করার জন্য রেজিস্টার করার অপশন পাবেন। যার উপর আপনাকে ক্লিক করে, ফর্ম ফিল আপ করে নিজের নাম রেজিষ্টার করতে পারবেন।

রেজিষ্টার করার পরে পোর্টালে লগইন করতে হবে। পোর্টালে লগইন করার পর এর আবেদন করার ফর্ম চলে আসবে আপনার সামনে। সমস্ত বৈধ নথি স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপলোড করা সম্পন্ন জলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর পেয়ে সাবেন আবেদনের স্লিপ। এটা প্রিন্ট করিয়ে নিতে পারেন।

tech Mahindra work from home job

উপরের সকল ধাপ অনুসরণ করে আপনি সহজেই টেক মাহিন্দ্রার জন্য বিভিন্ন পদে ওয়ার্ক ফ্রম হোম জব করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার কেরিয়ার গ্রোথ অনেকটা ভালো জায়গায় থাকবে। কোন জব করবেন সেটা ভালো করে বিবেচনা করে তারপরেই ক্লিক করবেন। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ডিজিটাল মার্কেটিং বাড়ি বসে করার জন্য আদর্শ কাজ। বাড়ি বসে ২০ হাজার টাকাও রোজগার করা সম্ভব।

Advertisements