দেওর বৌদির নাচের ভিডিও দেখে সকলের মুখ হা, এমন নাচ আগে কখনও দেখেননি

সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের বর্তমান জীবন যেন একেবারেই অচল। সারাদিনের ব্যস্ত রুটিন সামলে এই স্মার্টফোন…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের বর্তমান জীবন যেন একেবারেই অচল। সারাদিনের ব্যস্ত রুটিন সামলে এই স্মার্টফোন একবার হাতে নিলে যেন অনেকটাই শান্তি মেলে।

Advertisements

স্মার্টফোন হাতে নিয়ে একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করলে আমাদের মন কিছুটা হলেও স্বস্তি পায়। এদিকে এই সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন এমন কিছু ছবি, ভিডিও ভাইরাল হয় যা কখনো আমাদের চোখে জল নিয়ে আসে, সবার কখনো আমাদের মন দারুণভাবে ভালো করে দেয়। তেমনই সোশ্যাল মিডিয়ায় বৌদি-দেওরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisements

ইতিমধ্যে এই দেওর-বৌদির জুটির নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে জনপ্রিয়তা লাভ করছে। কী আছে ভিডিওটিতে? কোনো এক অনুষ্ঠানে বাড়ি চলছে। সেখানে এই দেওর বৌদির জুটি বলিউডের বিখ্যাত গান ‘কালা চশমায়’ নাচ করছেন। গানের তালে তাল মিলিয়ে দুজনে যা নাচছেন তা দেখে সকলেরই মুখ হা হয়ে গিয়েছে রীতিমতো।

নাচের সময়ে দুজনেরই এনার্জি একেবারে দেখার মতো। আর এই ভিডিও নেটিজেনদের বেশ নজর কেড়েছে। নেটিজেনদের থেকে শুরু করে লাইভ দর্শক, কেউই এই বৌদি দেওরের জুটির ওপর থেকে চোখ ফেরাতে পারছিলেন না।

এই জুটির ডান্স পারফর্ম্যান্স দেখে সকলেই মুগ্ধ হয়েছেন। অনেক সময় সামাজিক মাধ্যমে এমন একাধিক ভিডিও ভাইরাল হয় যা দেখলে অনেকেই হয়তো ভ্রূ কুঁচকান। সমালোচনার মুখে পড়ে অনেক ভিডিও। দেওর বৌদির নাচের এই ভিডিও এই পর্যায়ে পড়ে না। নেটিজেনোরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন ভিডিওটি।

Advertisements