ইন্টারনেট সেনসেশনে পরিণত হচ্ছে দেওর বৌদির বিভিন্ন নাচের ভিডিও। সম্প্রতি সময়ে দেওর বৌদির একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়েছে। এমনিতে সামাজিক ক্ষেত্রে এই সম্পর্ক চর্চার অন্যতম বিষয়। সেই সঙ্গে দুজনের কেমিস্ট্রি যদি আরও পোক্ত হয়ে শিল্পের আকারে বেরিয়ে আসে তাহলে তো কোনো কথাই নেই আর। এই প্রতিবেদনে আলোচ্য ভিডিওটি তেমনই। দেওর বৌদির সম্পর্কের রসায়ন ফুটে উঠেছে ডান্স পারফরম্যান্সের মাধ্যমে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বৌদি তার দেওরের বিয়েতে ‘লো চলি ম্যায়’ গানে নৃত্য প্রদর্শন করেছেন। নেট পাড়ার বাসিন্দার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরাও এই নাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। বলিউড বিয়ের নাচের পারফরম্যান্সের জন্য বেশ কয়েকটি গান তৈরি করেছে। বিয়ের আসরে এই গানগুলোতে নাচ না হলে অনুষ্ঠান যেন অসম্পূর্ণ থেকে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বৌদি জনপ্রিয় ওয়েডিং সিং ‘লো চলি ম্যায়’তে পা মিলিয়েছেন।
ভিডিওতে বৌদিকে দেখাচ্ছে বেশ সুন্দর। তিনি তার শৈল্পিক নাচ এবং সুন্দর অভিব্যক্তি দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। চমৎকার দেখতে একটি লেহেঙ্গা পরেছেন বৌদি। ভারী লেহেঙ্গা পরা সত্ত্বেও তিনি গানের তালে স্বাচ্ছন্দ্য এবং সাবলীলভাবে নেচেছেন। তার নৃত্য পরিবেশন ইন্টারনেটে আলোড়ন তৈরি করছে। ভিডিওটি ইউটিউবে ইতিমধ্যে ১ লক্ষ ৬২ হাজার ৬৩৩ বার দেখা হয়েছে। অনলাইন ব্যবহারকারীরা পোস্টের কমেন্ট সেকশনে নাচের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। কমেন্ট সেকশন ভরে উঠেছে প্রশংসা সূচক বাক্যে।