Aadhaar Update: 14ই জুনের মধ্যে আধার কার্ডে করুন এই কাজ, না হলে দিতে হবে জরিমান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে বর্তমানে ভারতের প্রত্যেকটি ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ নতি হয়ে দাঁড়িয়েছে Aadhaar Card। বিগত কয়েক বছরে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক, আধার…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে বর্তমানে ভারতের প্রত্যেকটি ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ নতি হয়ে দাঁড়িয়েছে Aadhaar Card। বিগত কয়েক বছরে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক এবং আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার মত কাজ গুলো সম্পন্ন করেছে কেন্দ্র সরকার। যার সুবিধা ইতিমধ্যে পেতে শুরু করেছেন গ্রাহকরা। ব্যাংকিং থেকে শুরু করে রেশন, প্রত্যেকটি কাজে গতি এসেছে আধার কার্ডের বদৌলতে।

Advertisements

এবার ফের Aadhaar Card নিয়ে বড় সিদ্ধান্ত নিল UIDAI কর্তৃপক্ষ। যদি এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তের ব্যাপারে আপনি যদি কোনরকম তথ্য জেনে না থাকেন, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের আধার কার্ডের আরও একটি আপডেট সম্পর্কে জানাতে চলেছি। যেটি 14ই জুনের মধ্যে না করলে আপনাকে দিতে হতে পারে জরিমানা।

Advertisements

আসলে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময় প্রথমে কোন চার্জ গ্রহণ না করলেও পরবর্তীতে 1000 টাকা ফাইন নির্ধারণ করা হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই আধার কার্ডের সাথে এই কাজটি না করলে আপনাকে ফাইনের আওতায় আনা হবে। তবে কি করতে হবে আপনাকে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

ভারতের অতি গুরুত্বপূর্ণ নথি তথা Aadhaar Card আপডেট করতে হবে আপনাকে। যদি আপনার আধার কার্ডটির বয়স 10 বছরের বেশি হয়ে থাকে, তবে এই তালিকায় যুক্ত হয়েছে আপনার নাম। আগামী 14ই জুনের মধ্যে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আপনার আধার কার্ডটি আপডেট করে নিতে হবে। নির্ধারিত সময়সীমা পার হলে আপনাকে ফাইনের 50 টাকা প্রদান করে আধার কার্ড আপডেট করতে হবে বলে জানিয়েছে UIDAI কর্তৃপক্ষ।

Advertisements