কেন্দ্রীয় সরকার রাখিবন্ধনের ঠিক আগে সাধারণ মানুষকে একটি বড় উপহার দিয়েছে। এর ফলে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছে। এরপর থেকে সারা দেশে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। এই ছাড়ের পর থেকে কোনও ভর্তুকি ছাড়াই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৯ বছর আগের স্তরে নেমে এসেছে। পাশাপাশি সরকারের উজ্জ্বলা যোজনার আওতায় মানুষ আরও সস্তায় গৃহস্থালি সিলিন্ডার পাচ্ছেন। কেন্দ্র সরকার আসন্ন নির্বাচনের আগে এই গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে সাধারণ মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
সেপ্টেম্বরে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৯ বছর আগের অর্থাৎ ২০১৪ সালের হারে পৌঁছেছে। আইওসিএল-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১ সেপ্টেম্বর দিল্লিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৯০১ টাকা। সেই সঙ্গে সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৯০৩ টাকা। ২০১৪ সালে চেন্নাইয়ে সিলিন্ডার বিক্রি হচ্ছিল ৯০২.৫০ টাকায়। কিন্তু এখন এই দাম দাঁড়িয়েছে ৯১৮.৫০ টাকায়। এমন পরিস্থিতিতে ২০১৪ সালের তুলনায় এই দাম প্রায় আগের মতোই হয়ে গেছে।
কেন্দ্রীয় সরকার ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। উজ্জ্বলা যোজনার সুবিধা গ্রহণকারী গ্রাহকরা এই সিদ্ধান্ত থেকে প্রচুর উপকৃত হয়েছেন। এর আগে সিলিন্ডারের দামে মাত্র ২০০ টাকা ভর্তুকি পাওয়া যেত। কিন্তু এখন আরও ২০০ টাকা কমানোর ফলে ৪০০ টাকার সুবিধা পাওয়া যাচ্ছে । সেই অনুযায়ী দিল্লিতে বসবাসকারী মানুষ ৭০৩ টাকায় বাড়িয়ে ব্যবহৃত রান্নার সিলিন্ডার কিনতে পারছেন।
দেশের ৯.৬০ কোটিরও বেশি মানুষ উজ্জ্বলা যোজনার সুবিধা নিচ্ছেন। কিন্তু এখন এই সংখ্যা বেড়ে হয়েছে ১০.৩৫ কোটি। ভর্তুকির কথা বলতে গেলে ২০১৪ সালে এলপিজি সিলিন্ডার পাওয়া যেত ৪১০.৫০ টাকায়।