DSLR না থাকার অভাব মিটবে এবার, ফিল্টার না থাকলেও ছবি উঠবে নায়িকাদের মতো

ওয়ানপ্লাস সম্প্রতি তাদের প্রিমিয়াম ভার্সনে আরও একটি স্মার্টফোন যুক্ত করেছে। সেটা হল Oneplus Nord 2t 5g। ফোনটি ভারতীয় বাজারে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এবং রিভিউ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ওয়ানপ্লাস সম্প্রতি তাদের প্রিমিয়াম ভার্সনে আরও একটি স্মার্টফোন যুক্ত করেছে। সেটা হল Oneplus Nord 2t 5g। ফোনটি ভারতীয় বাজারে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এবং রিভিউ মোটের ওপর বেশ ভালো। এই উন্নত স্মার্টফোনের অন্যতম বৈশিষ্ট্য হল এর ব্যাটারি ব্যাক আপ ও ক্যামেরা। ফোনটির সাহায্যে খুব সুন্দর ছবি তোলা যায়।

Advertisements

কোম্পানি এই ফোনে 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে দিচ্ছে। এই ডিসপ্লেটি 20: 9 এর আসপেক্ট রেশিও এবং 90Hz এর রিফ্রেশ রেটের সাথে আসে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ফাইভ রয়েছে। ওয়ানপ্লাসের এই ফাইভ জি ফোনে টুয়েলভ জিবি পর্যন্ত র ্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। প্রসেসর হিসেবে কোম্পানি এই ফোনে দিচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট।

Advertisements

OnePlus Nord 2T

এর ব্যাক সাইডে 3টি সুপার ক্যামেরা সেন্সর দেখতে পাবেন আপনি। যেখানে 108 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট এবং 8 মেগাপিক্সেলের মনো লেন্স ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি তোলার জন্য শক্তিশালী এই মোবাইলে 50 মেগাপিক্সেলের একটি শক্তিশালী সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।

দুর্দান্ত এই মোবাইলটিতে 80 Watt ফার্স্ট চার্জিং সহ 45,00mAh ক্ষমতা সম্পন্ন একটি শক্তিশালী ব্যাটারি প্যাক পাবেন আপনি। যা আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে। যদি দামের কথা বলি, তবে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 28,999 টাকা রাখা হয়েছে।

Advertisements