স্কুটারের দাম মাত্র ৫০ হাজার টাকা! ১০০ কিলোমিটার মাইলেজ, আর কী চাই!

বর্তমানে অনেক কোম্পানির ইলেকট্রিক স্কুটার গাড়ি প্রেমীদের মধ্যে আলোচনায় রয়েছে। দামের পাশপাশি, মাইলেজ, চার্জিং সহ স্কুটারের ফিচার আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে। কিছুদিন আগেই বৈদ্যুতিক…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বর্তমানে অনেক কোম্পানির ইলেকট্রিক স্কুটার গাড়ি প্রেমীদের মধ্যে আলোচনায় রয়েছে। দামের পাশপাশি, মাইলেজ, চার্জিং সহ স্কুটারের ফিচার আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে। কিছুদিন আগেই বৈদ্যুতিক গাড়ির ভর্তুকি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কারণে ওলা, টিভিএস, বাজাজ, ইথার, ওকিনভা বা অন্যান্য অনেক বৈদ্যুতিক সংস্থা তাদের স্কুটারের দাম বাড়িয়েছিল। বাজারে পাওয়া প্রায় সব স্কুটারের দাম ১ লক্ষ টাকার ওপরে। এরই মধ্যে রয়েছে ব্যতিক্রমী উদাহরণ।

Advertisements

বাজারে পাওয়া প্রায় সব স্কুটারের দাম যখন ১ লক্ষ টাকার ওপরে, তখন একটি কোম্পানি বাজারে দুর্দান্ত স্কুটার লঞ্চ করেছে। যার দাম বেশ কম এবং রেঞ্জ বেশ ভালো বলা চলে। বৈদ্যুতিক স্কুটার জেলিও লেজেন্ডার শীঘ্রই চালু করা হবে।

Advertisements

একটি রিপোর্ট অনুযায়ী, এই বৈদ্যুতিক স্কুটারটি ১০০ কিলোমিটারেরও বেশি মাইলেজ প্রদান করতে সক্ষম বলে মনে করা হচ্ছে। এই বৈদ্যুতিক স্কুটারে ইনস্টল করা বৈদ্যুতিক মোটরটি শক্তিশালী হবে বলেও অনেকের ধারণা। মোটরটি বিএলডিসি প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্কুটারটির দাম।

শুনলে অনেকেই হয়তো অবাক হবেন, এই স্কুটারটির দাম ৫২ হাজার ৮৫০ টাকা। কম দামে আরও বেশি ফিচার নিয়ে এই স্কুটারটির চাহিদা অবশ্যই বাজারে থাকবে। 60V/30Ah ব্যাটারির সাথে স্কুটারটিতে রয়েছে ব্রেকিং সিস্টেম এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য। উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। যার ফলে দুর্ঘটনার আশঙ্কা কিছুটা হলেও হ্রাস পাবে। এই স্কুটারের আরেকটি বৈশিষ্ট্য হল এটি ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র ২ ঘন্টায় চার্জ করা যায়। স্লো চার্জারের সাহায্যে ফুল চার্জ হতে সময় লাগবে ৪ ঘণ্টা।

Advertisements