Electric Scooter: স্মার্টফোনের চেয়ে কম টাকায় কিনুন দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার, দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

দিনশেষে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। মধ্যবিত্তের চাহিদার কথা বিবেচনা করে ইতিমধ্যে প্রত্যেকটি গাড়ি নির্মাণ কোম্পানি তাদের পেট্রোল গাড়ি ছেড়ে ইলেকট্রিক গাড়ি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দিনশেষে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। মধ্যবিত্তের চাহিদার কথা বিবেচনা করে ইতিমধ্যে প্রত্যেকটি গাড়ি নির্মাণ কোম্পানি তাদের পেট্রোল গাড়ি ছেড়ে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে হাঁপিয়ে উঠেছেন ভারতের প্রত্যেকটি নাগরিক।
ফলে জ্বালানি তেলের গাড়িগুলোর বদলে বর্তমানে বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। আজ আমরা এই নিবন্ধে এমন একটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যেটি একটি স্মার্টফোনের চেয়ে কম মূল্যে কিনতে পারবেন আপনি।

Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা মাথায় রেখে নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করেছে Elesco। কোম্পানিটি V1 এবং V2 মডেলের দুটি স্কুটার বিক্রি শুরু করেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, একটি স্মার্টফোনের চেয়ে কম টাকায় আপনি চাইলে ইলেকট্রিক স্কুটার কিনে ঘরে তুলতে পারেন। কারণ এই ইলেক্ট্রিক স্কুটারটির এক্স শো-রুম মূল্য মাত্র 69,999 টাকা। বর্তমানে ভারতীয় বাজারে একটি iPhone 14-এর দাম 70 হাজার টাকার বেশি।

Advertisements

যদি গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্যের কথা বলি, তবে এর প্রথম সংস্করণ V1 গাড়িটি সর্বোচ্চ 60-70 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। অন্যদিকে, V2 সংস্করনের গাড়িটি 70-80 কিলোমিটার গতিতে ছুটতে পারে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া গাড়িটি একবার ফুল চার্জে 100 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে সক্ষম। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের দুটি মডেলই ফুল চার্জ হতে সময় নেয় 6-7 ঘন্টা।

দুর্দান্ত মডেলের এই দুটি গাড়ি অর্থাৎ Elesco V1 এবং V2 উভয়েরই ওজন 200 কেজি। উভয়ই গাড়িতে একটি টিউবুলার স্টিল ফ্রেম, ডিস্ক ব্রেক এবং LED লাইটের মতো ফির্চাস লক্ষ্য করা যায়। তাছাড়া Elesco V1 এবং V2 গাড়িতে ব্লুটুথ কানেক্টিভিটি, সাইড স্ট্যান্ড সেন্সর, চাবিহীন ইগনিশন, এলইডি-ভিত্তিক স্মার্ট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট এবং মোবাইল অ্যাপ্লিকেশন কন্ট্রোলের মত অত্যাধুনিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।

Advertisements