বর্তমানে ভারতের বাজারে যে কয়টি টেলিকমিউনিকেশন কোম্পানি সফলভাবে ব্যবসা করছে তার মধ্যে রিলায়েন্স জিও অন্যতম। সবচেয়ে কম দামের রিচার্জ প্ল্যানের পাশাপাশি একাধিক দুর্দান্ত অফারের মাধ্যমে ভারতের বাজারের একটি বিরাট অংশ দখল করে রেখেছে কোম্পানিটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, রিলায়েন্স জিও এই মুহূর্তে ভারতের সবচেয়ে সফলতম টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি। জানলে অবাক হবেন, ভারতের প্রায় 50 শতাংশ বাজার একাই দখল করে রয়েছে এই কোম্পানিটি।
বর্তমানে এই কোম্পানিটি নিজের গ্রাহকদের জন্য একাধিক প্রিপেইড প্লান অফার করছে। যদি আপনি প্রতিমাসে রিচার্জ করতে ভুলে যান, তবে আজকে আমরা আপনাকে দুর্দান্ত একটি প্রিপেইড প্ল্যানের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। যেটি গ্রহণ করার পর 84 দিন নির্ভাবনায় আনলিমিটেড কল এবং ডেটা ব্যবহার করতে পারবেন আপনি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
719 টাকার প্ল্যান: জিওর এই প্ল্যানটি গ্রহণ করলে আপনি তিন মাস অর্থাৎ 84 দিনের জন্য বিশেষ সুবিধা পাবেন। যেখানে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি 100SMS করার সুযোগ পাবেন। তাছাড়া, প্রতিদিন 2GB হাইস্পিড 4G ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন আপনি। এখানেই শেষ নয়, 719 টাকার দুর্দান্ত এই প্রিপেইড রিচার্জ প্ল্যান গ্রহণ করলে আপনি একাধিক Jio অ্যাপ-এর সাবস্ক্রিপশন পাবেন সম্পূর্ণ বিনামূল্য। যেখানে JioTV, JioCinema এর পাশাপাশি JioSecurity এবং JioCloud সহ অনেক Jio অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন আপনি।







