এই মুহূর্তে ভারতের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাধারণ মানুষের জন্য একাধিক স্কিম উন্মুক্ত করেছে। যেখানে নির্দিষ্ট কয়েক বছর টাকা ইনভেস্ট করে বিশেষভাবে লাভবান হচ্ছেন মানুষরা। তবে এবার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইন্ডিয়ান পোস্ট। জমাকৃত অর্থে সুদের পরিমাণ এতটাই বৃদ্ধি করেছে যে, লজ্জায় পড়ে যাবে SBI সহ ভারতের একাধিক সরকারি ব্যাংক। পোস্ট অফিসের দুর্দান্ত এই স্কিমটি জানার পর অবশ্যই আপনিও দুর্দান্ত এই সুযোগটি গ্রহণ করতে চাইবেন।
আসলে আমরা আজ পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের কথা বলছি, যা এখন গ্রাহকদের কাছে সময়ের সেরা স্কিম হয়ে উঠেছে। শুরুতেই আমরা আপনাদের বলে রাখি, ভারতের অন্যতম সেরা বৃহৎ ব্যাংক SBI নিজের গ্রাহকদের জন্য 5 বছরের FD-তে বার্ষিক 6.50 শতাংশ সুদের হার অফার করছে। যেখানে ভারতীয় পোস্ট অফিস 5 বছরের FD-তে 7.5 শতাংশ সুদ অফার করছে তার গ্রাহকদের জন্য। ফলে একই সময়ের ধরে পোস্ট অফিসে টাকা ডিপোজিট করে বেশ কিছুটা বেশি অর্থ উপার্জন করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
কারা সুযোগ পাবেন এই দুর্দান্ত অফারটি গ্রহণ করার?
10 বছরের অধিক বয়স্ক যেকোনো ব্যক্তি সরকারের এই দুর্দান্ত স্কিমের সুযোগটি গ্রহণ করতে পারবেন। এক কথায়, পোস্ট অফিসে টাইম ডিপোজিট স্কিমে যেকোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকি পরিবারের প্রত্যেক ব্যক্তি এই তালিকায় আওতাভুক্ত হতে পারেন। আমরা আপনাদের জানিয়ে রাখি, পোস্ট অফিসে টাইম ডিপোজিট স্কিমে 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর মেয়াদে টাকা রাখতে পারবেন। যা নির্দিষ্ট সময় শেষে 7.5 শতাংশ সুদে ফেরত পাবেন আপনি।