কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য সুখবর, এবার বেতন বাড়ছে বাম্পার হারে

এমনিতেই কেন্দ্র সরকারের কর্মচারীরা সর্বাধিক DA পেয়ে থাকেন। বর্তমানে ৪২ শতাংশ হারে DA পান কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি কর্মচারী। তবে বর্ধিত এই DA-এর পরিমাণ আরও বেশ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এমনিতেই কেন্দ্র সরকারের কর্মচারীরা সর্বাধিক DA পেয়ে থাকেন। বর্তমানে ৪২ শতাংশ হারে DA পান কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি কর্মচারী। তবে বর্ধিত এই DA-এর পরিমাণ আরও বেশ কিছু বাড়ানোর জন্য বিগত কয়েক মাস ধরে আন্দোলন করছেন কর্মচারীরা। এবার রাখি বন্ধনের পর সেই আবেদনে সাড়া দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, জুলাই মাসে বর্ধিত DA প্রদান করার কথা থাকলেও রাখি বন্ধন উৎসবের পর কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আরও ৩ শতাংশ হারে বাড়তে চলেছে DA।

Advertisements

যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত বর্ধিত DA নিয়ে কোন রকম ঘোষণা করা হয়নি। তবে এআইসিপিআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে এমনটা অনুমান করা হচ্ছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে জানুয়ারি এবং জুলাই মাসে DA-এর পরিমাণ বৃদ্ধি করা হয়। আর ৭ম বেতন কমিশন সূত্রের অধীনে বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৪২ শতাংশ হারে DA পেয়ে থাকেন।

Advertisements

সূত্রের প্রাপ্ত খবর অনুসারে, এবার প্রাপ্ত DA-এর উপর আরও কিছুটা বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন। যতদূর জানা যাচ্ছে, চলতি বছরের শেষ লগ্নে আরও ৩ শতাংশ হারে অর্থাৎ ৪৫ শতাংশ হারে DA পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। যদিও সপ্তম পে-কমিশন কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। এখন সম্পূর্ণ কার্যক্রম নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। যদি সরকারের সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA-এর পরিমাণ বৃদ্ধি করা হয় তবে এতে ৪৭.৫৮ লক্ষ কর্মচারী এবং প্রায় ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

Advertisements