রোমান্সের সঙ্গে টানটান থ্রিলার, বড়দের এই ওয়েব সিরিজ ভুলেও এক দেখবেন না

লকডাউনের সময় থেকে বদলেছে মানুষের বিনোদন মাধ্যম। বড় পর্দার পাশাপাশি ফোনের স্ক্রিনে এখন এন্টারটেইনমেন্টের অপশন এখন প্রচুর। সিনেমা হলের চেয়ে ওটিটি প্ল্যাটফর্মে এখন বেশ কিছু…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

লকডাউনের সময় থেকে বদলেছে মানুষের বিনোদন মাধ্যম। বড় পর্দার পাশাপাশি ফোনের স্ক্রিনে এখন এন্টারটেইনমেন্টের অপশন এখন প্রচুর। সিনেমা হলের চেয়ে ওটিটি প্ল্যাটফর্মে এখন বেশ কিছু ছবি বেশ হিট হয়েছে। লকডাউন উঠে যাওয়ার পরেও মানুষ OTT প্ল্যাটফর্মের নেশা ছাড়তে পারেননি। সম্প্রতি নেট মাধ্যমে লঞ্চ হয়েছে অন্যতম হটেস্ট ও বোল্ড ওয়েব সিরিজ Hello Mini-র তৃতীয় সিজন।

Advertisements

সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বেশ কিছু ওয়েব সিরিজে সাহসিকতার মাত্রা ছাড়িয়ে যায় কয়েক গুণ। দর্শকদের অনেকে এগুলো বেশ পছন্দ করে থাকেন। তাই রিলিজ হওয়ার পরেই তুঙ্গে থাকে জনপ্রিয়তা।

Advertisements

Hello Mini নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। Hello Mini মুক্তির পর আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। অনেকেই এই ওয়েব সিরিজ নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন প্রকাশ্যে। এই ওয়েব সিরিজটি এতটাই ট্রেন্ডিং করছে যে এটি সর্বাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকার জায়গা করে নিয়েছে ক্রমে। এটি একটি রোমান্টিক থ্রিলার ওয়েব সিরিজ।

মিনি নামের এক তরুণী এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে। নভোনেল চক্রবর্তী ও ক্রোকেটসের উপন্যাস অবলম্বনে এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন ফারুক কবির। কলকাতা থেকে মুম্বাই পৌঁছানোর পর গল্পের মোড় ঘুরতে শুরু করে। স্টোরি লাইন অনুযায়ী শহরে অচেনা ব্যক্তি তরুণীকে অনুসরণ করে এবং তাকে হয়রানির দিকে ঠেলে দেওয়া হয়। এরপর ফের টুইস্ট। ক্রমে আসে আসক্তি। এভাবে তরুণীকে কেন্দ্র করে এগিয়ে চলে গল্প। রোমান্সের সঙ্গে মেশে ক্রাইম। দুই চরিত্রে পাশাপাশি গল্পে রয়েছে অন্যান্য চরিত্র। তারাও ধীরে ধীরে জড়িয়ে পরে এই দুইয়ের যাঁতাকলে।

MX Player এ এই ওয়েব সিরিজের তিনটি সিজনই রয়েছে। কেউ চাইলে দেখে নিতে পারেন। Hello Mini ই৪এম প্লে অ্যাওয়ার্ডস ২০২০-এ সেরা থ্রিলার, হরর শো অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত হয়েছে।

Advertisements