ভারতীয় বাজারে দিনের পর দিন বেড়েই চলেছে জ্বালানি তেল সঞ্চয়ী বাইকের চাহিদা। জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে স্পোর্টস বাইক ছেড়ে সাশ্রয়ী বাইক কিনছেন বেশিরভাগ গ্রাহকরা। এক সময়কার সাশ্রয়ী বাইকের তালিকার শীর্ষে থাকা Hero Splendor আজকের দিনেও গ্রাহকদের কাছে সমানভাবে জনপ্রিয়। বিষয়টি মাথায় রেখে নতুন রূপে Hero Splendor কে লঞ্চ করতে চলেছে Hero। তবে এবার গাড়িটির নামের পাশাপাশি ডিজাইন এবং ফির্চাসে একাধিক পরিবর্তন এনেছে গাড়ি নির্মাণ কোম্পানিটি।

Hero-র তরফে জানানো হয়েছে, তাদের নতুন এই গাড়িটি ভারতীয় বাজারে Hero Splendor Plus Xtec নামে পরিচিত হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই নতুন গাড়িটি ড্যাশিং লুক সহ অবিশ্বাস্য ফির্চাস নিয়ে গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। যদি দুর্দান্ত এই গাড়িটির ইঞ্জিনের কথা বলি, তবে Hero Splendor Plus বাইকটিতে একটি 97.2cc ইঞ্জিন রয়েছে যা 8000 rpm-এ সর্বাধিক 8.02 hp পাওয়ার আউটপুট এবং 6000 rpm-এ 8.05 Nm এর সর্বোচ্চ টর্ক প্রদান করে। পাশাপাশি দুর্দান্ত এই গাড়িতে 9.8 লিটারের বিশাল জ্বালানি ট্যাঙ্ক প্রদান করা হয়েছে কোম্পানির তরফ থেকে।

কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, এর মসৃণ ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত বৈশিষ্ট্য মানুষের কাছে গাড়িটিকে বিশেষভাবে জনপ্রিয় করে তুলবে। যদি দুর্দান্ত এই বাইকের মাইলেজের কথা বলি, তবে বাইকটি হাইওয়েতে 80 kmpl এবং গ্রাম্য রাস্তায় প্রায় 65 kmpl দিতে পারে। মোটরসাইকেলটি ভারতীয় বাজারে বর্তমানে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। যার ড্রাম ব্রেক সংস্করণের দাম 83,368 টাকা এবং সামনের ডিস্ক ব্রেক সংস্করণের জন্য 87,268 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া অত্যাধুনিক বৈশিষ্ট্য হিসেবে গাড়িটিতে ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, USB পোর্ট লক্ষ্য করা যাবে।







