একের পর এক বাইক লঞ্চ করে চলেছে হিরো কোম্পানি। আগামী দিনে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন বাইক তারা লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। অতীতের জনপ্রিয় একটি বাইকের আধুনিক সংস্করণ নিয়ে আসা হতে পারে বাজারে। প্রতিষ্ঠানটি এইচএফ ডিলাক্স ১২৫ লঞ্চ করতে পারে বলে অনেকে মনে করছেন।
বেশ কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, দ্রুত বহু লোকের সবচেয়ে প্রিয় বাইক হিরো এইচএফ ডিলাক্স ‘হিরো এইচএফ ডিলাক্স ১২৫’-এর নতুন সংস্করণ রূপে উন্মোচন করতে পারে কোম্পানিটি। এই বাইকটিতে ১২৫ সিসি ইঞ্জিন দেওয়া হতে পারে। যা আগের সংস্করণে ছিল মাত্র ১০০ সিসির। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়নি।
নতুন হিরো এইচএফ ডিলাক্স বাইজে ১২৪.৭ সিসি বিএস ৬ ইঞ্জিন থাকতে পারে। যা সাড়ে সাত হাজার আরপিএমে ১০.৭২ বিএইচপি এবং ছয় হাজার আরপিএমে ১০.৬ এনএম টর্ক উৎপাদন করতে পারে। এছাড়াও এতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া থাকতে পারে। নতুন এই হিরো এইচএফ ডিলাক্স ১২৫-এ ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল ফুয়েল গেজ, অটোমেটিক হেডলাইট অন, শিফট লাইট বাটন, পাস লাইট, মোবাইল কানেক্টিভিটি, চার্জিং সিস্টেমের মতো আরও অনেক ফিচার পাওয়া যাবে।
ভালো মাইলেজ দেওয়ার জন্য নতুন সংস্করণের বাইকে ১০ লিটার ফুয়েল ট্যাংক অফার করতে পারে কোম্পানি। ফুল ট্যাংকে ৫৫০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে বাইক। খবর অনুযায়ী, হিরো এইচএফ ডিলাক্স ১২৫-এ ৪টি ভ্যারিয়েন্ট দেখা যেতে পারে। একই সঙ্গে ৬ টি কালার অপশনও দেখা যেতে পারে। বর্তমানে এর এক্স-শোরুম প্রাইস ৮৫ হাজার থেকে শুরু করে ৯০ হাজারের মধ্যে হতে পারে।