প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলতে বদ্ধপরিকর হিরো। নিজেদের সেল বা বিক্রি বাড়ানোর জন্য নতুন বাইক বাজারে লঞ্চ করতে চলেছে তারা। সব ঠিক থাকলে আগামী ১৪ জুন এক্সট্রিম ১৬০ আর- এর আপডেট এডিশন লঞ্চ করতে পারে কোম্পানি। নতুন বাইকের কিছু ঝলক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। লিক হয়েছে কিছু ছবি। অনুমান করা হচ্ছে যে বাজারে ভালো লড়াই দেওয়ার জন্য আগের থেকে বেশ কিছু আপডেট নিয়ে আসা হয়েছে বাইকটিতে। আরও অনেক বেশি ফিচার হয়তো দেখা যাবে এবার।
হিরো এক্সট্রিম ১৬০ আর-এ বর্তমান বাইকের টেলিস্কোপিক ইউনিটের বদলে দেখতে পারি ইউএসডি ফোর্ক। এই সংযোজনের ফলে মূল ফ্রেমে কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আগের থেকে কিছুটা হলেও বাইকের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি এবং ইয়ামাহা এফজেডএস-এফআই-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য হিরো তাদের নতুন বাইকে ব্লুটুথ ফিচার যুক্ত করতে পারে বলে অনেকে মনে করছেন। বাইকে থাকতে পারে নতুন রঙের কম্বিনেশন। যার ফলে বাইক হয়ে উঠবে আরও আকর্ষণীয়।
এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে, তাতে নতুন ভার্সনের বাইকে অয়েল কুলারও থাকার সম্ভাবনা প্রবল । ফলে পুরনো ইঞ্জিনে অনেকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান ২ ভালভ ১৬৩ সিসি ইঞ্জিনটিকে মধ্যে মানের বলে গণ্য করা হয়। মোটামুটি শক্তি উৎপাদন করলেও, সেগমেন্টে সেরা একেবারেই নয়। বাজারে নিজেদের তুলে ধরতে চাইলে হিরোকে অবশ্যই ইঞ্জিনে বদল আনতে হবে।

পুরনো এক্সট্রিম ১৬০ আর চালু হওয়ার পর থেকে খুব বেশি কিছু বদল আনেনি কোম্পানি। এবারই প্রথম বাইকটিতে আমুল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে যে আগের থেকে দাম বাড়তে পারে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা।







