বাইকের বাজারে ত্রিকোণ গল্প! জিতবে কে, অ্যাপাচি-পালসার নাকি এক্সট্রিম

গত কয়েক বছরে ভারতে স্পোর্টস বাইক কেনার সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।এই সেগমেন্টে বেশ কয়েকটি নতুন বাইকও লঞ্চ করা হয়েছে ইতিমধ্যে।তবে একটা ব্যাপার এখনও আগের মতোই…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

গত কয়েক বছরে ভারতে স্পোর্টস বাইক কেনার সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।এই সেগমেন্টে বেশ কয়েকটি নতুন বাইকও লঞ্চ করা হয়েছে ইতিমধ্যে।তবে একটা ব্যাপার এখনও আগের মতোই রয়েছে। মানুষ খুঁজছে ভালো মাইলেজ যুক্ত বাইক।

Advertisements

এই কারণেই ১৬০ সিসি সেগমেন্টের বাইকগুলি ভারতে ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে। এই সেগমেন্টে অ্যাপাচি ১৬০ এবং বাজাজ পালসার ১৬০ অন্যতম জনপ্রিয় দুটি বাইক। চলতি বছর থেকে বাজারে জায়গা পাওয়ার জন্য লড়াই শুরু করেছে হিরো এক্সট্রিম ১৬০ আর। বাইকটির দুটি ভারিয়েন্ট রয়েছে।

Advertisements

নতুন হিরো এক্সট্রিম ১৬০ আর মূলত টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০, বাজাজ পালসার এন১৬০ এবং অন্যান্য বাইকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৬০ সিসি সেগমেন্টে নতুন বাইকটির আপাতত মূল প্রতিদ্বন্দ্বী টিভিএস অ্যাপাচি এবং বাজাজ পালসার। হিরো এক্সট্রিম ইতিমধ্যে একটি স্টাইলিশ মোটর হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছে। আপডেট করার পর এর লুক হয়েছে আরও চোখে পড়ার মতো।

নতুন এক্সট্রিম ১৬০আর-কে স্পোর্টি লুক দিতে নতুন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। হিরো মটোকর্প এক্সট্রিম ১৬০আর ৩টি কালার অপশনে কেনা যাবে।এর মধ্যে রয়েছে ম্যাট স্লেট ব্ল্যাক, নিয়ন শুটিং স্টার এবং ব্লেজিং স্পোর্টস রেড অপশন। বাইকের ইঞ্জিন আপগ্রেড করা হয়েছে এবং এখন দুটির পরিবর্তে 4 টি ভালভ রয়েছে। ইঞ্জিনটি একটি ৫ স্পিড গিয়ারবক্সের সাথে সংযুক্ত করা হয়েছে। ৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। সবচেয়ে বড় আপডেটগুলির মধ্যে একটি হল বাইকটিতে কেওয়াইবি / ইউএসডি ফ্রন্ট সাসপেনশনের নতুন সেট।

এক্সট্রিমে একটি সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার মনোশক রয়েছে, অন্যদিকে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ২০২৩ হিরো এক্সট্রিম ১৬০ আর এ ব্লুটুথ কানেকটেড এলসিডি রয়েছে যা কল অ্যালার্টের অনুমতি দেয়। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে আপডেটেড সুইচ গিয়ার, টিউবলেস টায়ার সহ ১৭ ইঞ্চি অ্যালয় হুইল এবং এলইডি লাইট।

Advertisements