ফিচারে ঠাসা হিরোর নতুন বাইক, ঘুম উড়বে আপাচে-পালসার-জিক্সারের

সত্যি সত্যিই ভারতীয় বাইক বাজারের নাম্বার ওয়ান হতে চাইছে হিরো। সেই লক্ষ্যে আগামী দিনে তারা লঞ্চ করতে চলেছে নতুন এডিসনের একটি বাইক। আধুনিক সব ফিচারের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সত্যি সত্যিই ভারতীয় বাইক বাজারের নাম্বার ওয়ান হতে চাইছে হিরো। সেই লক্ষ্যে আগামী দিনে তারা লঞ্চ করতে চলেছে নতুন এডিসনের একটি বাইক। আধুনিক সব ফিচারের ভরপুর হতে চলেছে হিরো এক্সট্রিম ১৬০ আর।

Advertisements

চলতি বছরের আগামী ১৪ জুন ১৬০ সিসি স্পোর্টস বাইক হিরো এক্সট্রিম ১৬০ আর এর একটি উন্নত সংস্করণ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচার দেখা যাবে এই বাইকটিতে। হিরো মোটোকর্প লঞ্চ হতে চলা এই বাইকটির একটি ঝলক প্রকাশ্যে এনেছে। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছে কোম্পানি।

Advertisements

হিরোর জনপ্রিয় ১৬০ সিসি স্পোর্টস কমিউটারকে সম্প্রতি বেশ কয়েকটি আপগ্রেডের সাথে পরীক্ষা করতে দেখা গিয়েছিল। আশা করা হচ্ছে যে এই আপগ্রেডগুলি সেগমেন্টে অন্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে। ২০২০ সালের শুরুর দিকে হিরো এক্সট্রিম ১৬০ আর চালু করা হয়। এটি চালু হওয়ার পর প্রথম উল্লেখযোগ্য আপগ্রেড এই প্রথম হতে চলেছে। আসন্ন মোটরসাইকেলটিতে টেলিস্কোপিক ফোর্কের পরিবর্তে ইউএসডি ফ্রন্ট ফোর্ক দেখা যাবে।

এ ছাড়া নতুন এক্সট্রিম ১৬০ আর-এ আপডেটেড ইনস্ট্রুমেন্ট কনসোল, নতুন কালার অপশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এটি সম্ভবত টার্ন বাই টার্ন নেভিগেশন উল্লেখ করতে পারে, যা ইতিমধ্যে এক্সট্রিম ৬০ আর স্টিলথ ২.০ সংস্করণে উপস্থিত রয়েছে।

হিরো এক্সট্রিম ১৬০ আর বর্তমান বাজারের নিরিখে ১.১৮ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি) পর্যন্ত পাওয়া যেতে পারে । আপডেট করা বাইকের দাম ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বাড়লেও বাড়তে পারে। লঞ্চ হওয়ার পরে আপডেটেড হিরো এক্সট্রিম ১৬০ আর এই সেগমেন্টে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ ভি, বাজাজ পালসার এনএস ১৬০, সুজুকি জিক্সারের মতো বাইকগুলির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।

Advertisements