ইন্টারনেট জগতে বিনোদনের কোনো অভাব নেই। যে যেটা খুঁজবেন সেটাই পাবেন সার্চ রেজাল্টে। সম্প্রতি নেট দুনিয়ায় বেড়েছে সাহসী ওয়েব সিরিজের চাহিদা। সেই সুযোগে গজিয়ে উঠেছে একের পর এক OTT প্ল্যাটফর্ম। বড়দের বিনোদনের জন্য যেমন এরকম প্রচুর ওয়েব সিরিজ রয়েছে, তেমনই রয়েছে বেশ কিছু শর্ট ফিল্ম। আপনাদের যাতে বেশি খুঁজতে না হয় সেজন্য এই প্রতিবেদন। প্রতিবেদনের শেষের দিকে রয়েছে একটি গরম ভিডিও। যেটা দেখলে সময় কেটে যাবে খুব তাড়াতাড়ি।
সময়ে সময়ে আলোচনায় ঢুকে পড়ে এ ধরণের কিছু শার্ট ফিল্ম যেগুলো সবার সঙ্গে দেখার মতো নয়। হিন্দি ভাষায় যে এরকম অনেক কনটেন্ট রয়েছে সেটা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। YouTube এ হিন্দি ভাষার পাশাপাশি অন্য অনেক ভাষায় শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজের জনপ্রিয়তা রয়েছে। তবে এই প্রতিবেদনে যে ভিডিও নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হিন্দি ভাষায় করা হয়েছে। গল্প আবর্তিত হয়েছে বাড়ির এক বউকে কেন্দ্র করে।
বড়দের ছবি হলেও শর্ট ফিল্মটিতে রয়েছে একাধিক লেয়ার। বাবা ফিল্মস নামে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ‘তেরি শালি মেরি ঘরওয়ালি’ নামের শর্ট ফিল্মটি। ভিডিওর নাম শুনেই অনুমান করতে পারবেন যে গল্প বা বিষয় বস্তু কেমন হতে পারে। ভিডিওটা একটু পুরনো বলেও জনপ্রিয়তা এখনও রয়েছে। বললে হয়তো বিশ্বাস করবেন না, লক্ষ লক্ষ মানুষ এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি দেখছেন ইতিমধ্যে। অভিনেত্রীর তারিফ না করে উপায় নেই।