Honda Activa: দিনের সবচেয়ে বড় অফার দিতে চলেছে Honda Activa, মোবাইলের দামে আজকেই কিনুন স্কুটার

দিন দিন মানুষেরা যত অত্যাধুনিক হচ্ছে ততই তাদের চাহিদা বেড়েই চলেছে। গতিশীল এই আধুনিক যুগে প্রত্যেকটি নিউক্লিয়ার পরিবারের প্রধান চাহিদা হয়ে উঠেছে একটি বাইক অথবা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দিন দিন মানুষেরা যত অত্যাধুনিক হচ্ছে ততই তাদের চাহিদা বেড়েই চলেছে। গতিশীল এই আধুনিক যুগে প্রত্যেকটি নিউক্লিয়ার পরিবারের প্রধান চাহিদা হয়ে উঠেছে একটি বাইক অথবা স্কুটার। আর যদি বর্তমান সময়ে আপনি একটি স্কুটার ক্রয় করতে চান তবে সবার প্রথমে যে স্কুটারের নামটি সামনে আসে তা হল Honda Activa। বর্তমান সময়ে ভারতীয় বাজারে সবচেয়ে জনপ্রিয় স্কুটারের তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই গাড়িটি।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে আপনি যদি একটি নতুন Honda Activa ক্রয় করতে চান সে ক্ষেত্রে আপনাকে প্রায় 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে। কারণ হোন্ডার এই গাড়িতে রয়েছে দুর্দান্ত কিছু ফির্চাস। যা গাড়িটিকে বেশ জনপ্রিয় করে তুলেছে। যদি দুর্দান্ত এই গাড়িটি ক্রয় করার জন্য এই মুহূর্তে আপনার কাছে এতগুলি টাকা না থাকে, তবে আজ এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। আজ আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে একটি স্মার্ট ফোনের দামে ক্রয় করতে পারবেন হোন্ডার এই দুর্দান্ত স্কুটারটি।

Advertisements

আজ আমরা আপনাকে Honda Activa-র একটি সেকেন্ডহ্যান্ড বাইকের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। কয়েকটি এই মুহূর্তে অনলাইন প্লাটফর্ম OLX-এ বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী, সেকেন্ড হ্যান্ড এই স্কুটারটি 2012 সালের মডেল। এখনও পর্যন্ত ওই স্কুটারটি 23,000 কিলোমিটার পথ চলেছে বলেও জানানো হয়েছে। বিক্রেতার তরফ থেকে জানানো হয়েছে, স্কুটারটির কন্ডিশন অত্যন্ত ভালো। আপনি চাইলে মাত্র 20,000 টাকা খরচ করে এই Honda Activa স্কুটারটি নিজের করে নিতে পারেন। যদি আপনি কম দামে সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনতে চান, সেক্ষেত্রে অফারটি জানার পর দয়া করে একটুও সময় ব্যায় করবেন না, নয়তো দুর্দান্ত এই সুযোগটি হাতছাড়া হতে পারে আপনার।

Advertisements