Honda SUV: শীঘ্রই তোলপাড় সৃষ্টি করবে Honda SUV, ভয়ে কাঁপছে Creta-Brezza মত দুর্দান্ত গাড়ি

দীর্ঘদিন ধরে জাপানি কোম্পানি Honda ভারতীয় বাজারে পিছিয়ে পড়া কোম্পানিদের তালিকায় নাম লিখিয়েছে। বর্তমানে ভারতীয় বাজারে Honda গাড়ির চাহিদা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে ভারতীয় বাজারে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দীর্ঘদিন ধরে জাপানি কোম্পানি Honda ভারতীয় বাজারে পিছিয়ে পড়া কোম্পানিদের তালিকায় নাম লিখিয়েছে। বর্তমানে ভারতীয় বাজারে Honda গাড়ির চাহিদা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে ভারতীয় বাজারে নিজেদের স্থান পাকাপাকি ভাবে ধরে রাখার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে জাপানি এই গাড়ি নির্মাণ প্রস্তুতকারক সংস্থাটি। কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ভারতীয় বাজারে নতুন Honda SUV গাড়ি লঞ্চ করবে তারা। যে গাড়িটি Creta, Brezza-র মতো গাড়ির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে অনুমান করছেন কোম্পানিটির কর্মকর্তারা।

Advertisements

যদিও নতুন লঞ্চ হতে চলা Honda SUV গাড়িটির নাম কি হবে এবং তার ফিচার্স কেমন হবে সে বিষয়ে পূর্ণরূপে কোন প্রকার তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি। তবুও গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই গাড়িটির নাম হতে পারে Honda ZR-V। যেটি একটি 1.5 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে বাজারে উপলব্ধ হতে পারে। পাশাপাশি নতুন হোন্ডা SUV-তে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার এবং CVT স্বয়ংক্রিয় ট্রান্সমিশন বিকল্প দেখা যেতে পারে।

Advertisements

এছাড়া দুর্দান্ত এই গাড়িটিতে LED টেললাইট, ফ্লোটিং রুফলাইন এবং রুফ ইন্টিগ্রেটেড স্পয়লারের পাশাপাশি ড্যাশবোর্ড, ওয়্যারলেস স্মার্টফোন সংযোগ সহ বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেখা যেতে পারে। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, হোন্ডার এই নতুন গাড়িটিতে ডাবল এয়ার ব্যাগ প্রোটেকশন সহ ABS ব্রেকিং সিস্টেম লক্ষ্য করা যেতে পারে। তাছাড়া দুর্দান্ত এই গাড়িটিতে রিয়ার পার্কিং ক্যামেরা সিস্টেমের মতো সুবিধা পাবেন গ্রাহকরা। তবে নতুন এই গাড়িটির দামের বিষয়ে কোনো রকম তথ্য প্রকাশ্যে আসেনি।

Advertisements