অ্যান্ড্রয়েড ১৩-স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট… নতুন এই স্মার্টফোনে ফিচারের মেলা

ভারতীয় গ্যাজেট প্রেমীদের জন্য দ্রুত মিলতে পারে বড় খবর। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার ৯০ লাইট-কে তাদের গ্রাহকদের খুশি করতে মঙ্গলবার অনার ফ্রান্স কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতীয় গ্যাজেট প্রেমীদের জন্য দ্রুত মিলতে পারে বড় খবর। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার ৯০ লাইট-কে তাদের গ্রাহকদের খুশি করতে মঙ্গলবার অনার ফ্রান্স কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। চলতি বছরের মে মাসে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছিল অনার ৯০ সিরিজ। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ এবং স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে স্মার্টফোনটি নিয়ে এখনও বিশদে কোনো তথ্য জানায়নি কোম্পানি। যদিও প্রত্যাশার পারদ ইতিমধ্যে অনেকটাই বেড়েছে এবং ফোনের ফিচার সম্পর্কে অনেক কিছু শোনা যাচ্ছে।

Advertisements

অনার ফ্রান্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, অনার ৯০ লাইটে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ (২,৩৮৮×১০৮০ পিক্সেল) এলটিপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এ কাজ করে। ফাঁস হওয়া খবর অনুযায়ী, ফোনটিতে দেওয়া হতে পারে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ এসওসি চিপ। ফোনটিতে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। অনার ৯০ লাইট স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যাতে ১০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর থাকতে পারে। সেলফি ও ভিডিও কলিং এর জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।

Advertisements

অনার ৯০ লাইটে ২২.৫ ওয়াট তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক থাকতে পারে। এ ছাড়া কানেক্টিভিটির জন্য ডুয়াল ন্যানো সিম সাপোর্ট সহ ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.৩, এনএফসি ও জিপিএসের মতো ফিচার পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। অনার ৯০ লাইট-এর ওজন হতে পারে ১৭৯ গ্রাম। ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যেতে পারে।

Advertisements