SIP Power: মাত্র 30 হাজার টাকা বেতনে কিভাবে হবেন কোটিপতি? দেখে নিন চমৎকার কৌশলটি

বর্তমানে বিশ্ববাজারে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে দুর্ভোগে পড়েছে প্রতিটি মানুষ। বিশেষ করে মধ্যবিত্তের কষ্টের সীমা নেই বর্তমান যুগে। কারণ, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম বাড়লেও…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে বিশ্ববাজারে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে দুর্ভোগে পড়েছে প্রতিটি মানুষ। বিশেষ করে মধ্যবিত্তের কষ্টের সীমা নেই বর্তমান যুগে। কারণ, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম বাড়লেও উপার্জন বাড়েনি সেই অনুপাতে। ফলে আয়ের চেয়ে বেড়েছে ব্যয়ের পরিমাণ। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে প্রত্যেকটি মানুষের জন্য। তবে আজ আমরা আপনাদের সামনে এমন একটি সূত্র তুলে ধরতে চলেছি, যেটি জানার পর আপনিও হয়ে যাবেন কোটিপতি।

Advertisements

আজ আমরা আপনাদের যে সূত্রটি জানাতে চলেছি সেটি হল যদি 50:30:20। কী কিছু বুঝলেন না তো? চলুন আমরা আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি সূত্রটির মূলভাব। আসলে এই সূত্রটি দাড়িয়ে রয়েছে আপনার প্রতি মাসে উপার্জিত অর্থের ওপর। আপনি যদি প্রতিমাসে 30 হাজার টাকা উপার্জন করেন, তবে সেই টাকা এই অনুপাতে বিভক্ত করে ব্যয় করতে হবে আপনাকে। তবেই আপনি মাত্র কুড়ি বছর পর হবেন কোটিপতি।

Advertisements

মাসিক 30 হাজার টাকা উপার্জন করলে মোট টাকাকে 15,000+9,000+6,000 অনুপাতে বিভক্ত করতে হবে আপনাকে। যে অনুপাতের প্রথম অংশটি ব্যয় করে আপনার পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণ করতে হবে। দ্বিতীয় অনুপাত অর্থাৎ 9,000 টাকা সঞ্চয়ের খাতায় জমা করতে হবে। যাতে জরুরী কালীন পরিস্থিতিতে সেই টাকা ব্যয় করতে পারেন আপনি। এছাড়া বেতনের 20% অর্থাৎ 6,000 টাকা মিউচুয়াল ফান্ডে এসআইপি এবং বন্ডে বিনিয়োগ করার কাজে ব্যবহার করতে পারেন।

যদি মিউচুয়াল ফান্ডের SIP প্রযুক্তির সুবিধার কথা বলি, তবে এটি আপনাকে 15% সুদ প্রদান করে থাকে। মাসিক 6,000 টাকা অর্থাৎ বার্ষিক 72,000 টাকা এই প্রকল্পে বিনিয়োগ করলে 20 বছর শেষে আপনি 2,17,45,302 টাকা পাবেন মিউচুয়াল ফান্ডের তরফ থেকে। পাশাপাশি মোট টাকার 15 শতাংশ সুদে সর্বমোট 3,42,68,292 টাকা হাতে পাবেন একসঙ্গে। অর্থাৎ স্বল্প সময়েই আপনিও হয়ে উঠতে পারেন একজন কোটিপতি।

Advertisements