অন্তত ৭ হাজার টাকা বাড়বে বেতন, দূর্গা পূজার আগেই মেজাজ হবে রাজার মতো

মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকা দেশের এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে তাদের বর্তমান ডিএ ৪২ শতাংশ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকা দেশের এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে তাদের বর্তমান ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হতে পারে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকার অক্টোবর বা নভেম্বরে এই বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে। তবে ডিএ-তে এই সংশোধন ২০২৩ সালের ১ জুলাই থেকে প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ২০২৩ সালের ১ জুলাই থেকে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪৬ শতাংশে উন্নীত হবে এবং এর ভিত্তিতে সরকার ডিএ প্রদান করবে।

Advertisements

এআইসিপিআই ইনডেক্সে এখনও পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়তে পারে। প্রকাশিত সূচকে জানুয়ারিতে তা ছিল ১৩২.৮ পয়েন্টে। যা ফেব্রুয়ারিতে ০.১ পয়েন্ট কমে হয় ১৩২.৭ পয়েন্টে। মার্চে এই সংখ্যা ০.৬ পয়েন্ট বেড়ে ১৩৩.৩ পয়েন্টে এবং এপ্রিলে ০.৯ শতাংশ বেড়ে ১৩৪.২ পয়েন্ট হয়। একই সময়ে মে মাসের এআইসিপিআই সূচক ০.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩৪.৭ পয়েন্টে। তবে জুন মাসের এআইসিপিআই সূচকের সংখ্যা এখনও জানা যায়নি।

Advertisements

এমন পরিস্থিতিতে এই মুহূর্তে ডিএ ৪ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পরেই এটা পরিষ্কার হবে যে কর্মচারীদের বেতন কেমন কি বাড়বে। সপ্তম বেতন কমিশনে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা এবং মন্ত্রিপরিষদ সচিব পর্যায়ে ৫৬,৯০০ টাকা। ৪৬ শতাংশ হারে ১৮,০০০ টাকার মূল বেতনের উপর বার্ষিক ডিএ-র মোট বৃদ্ধি হবে ৮,৬৪০ টাকা। অর্থাৎ প্রতি মাসে ৭২০০ টাকা হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। সর্বাধিক মূল বেতন ৫৬,৯০০ টাকার বার্ষিক মহার্ঘ ভাতা মোট বৃদ্ধি হবে ২৭,৩১২ টাকা।

7th pay commission DA

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (সপ্তম বেতন কমিশন) প্রতি ৬ মাসে পর্যালোচনা করা হয়। এআইসিপিআই তথ্যের ভিত্তিতে বছরে দু’বার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। একটি বৃদ্ধি জানুয়ারিতে এবং অন্যটি জুলাই মাসে হয়। সাধারণত, জানুয়ারির মহার্ঘ ভাতা (ডিএ) হোলির আগে ঘোষণা করা হয়।

Advertisements