ডিএ বেড়ে হতে পারে ৫০%! বড় ইঙ্গিত দিল সরকার, কবে থেকে বাড়তি অর্থলাভ? জেনে নিন

কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ বৃদ্ধি করছে। কোভিডের সময় ব্যতীত এখনও পর্যন্ত দু'বার ডিএ বাড়ানো হয়েছে। ডিএ বৃদ্ধির ফলে কর্মচারীরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। কর্মচারীদের বেতনও বৃদ্ধি…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ বৃদ্ধি করছে। কোভিডের সময় ব্যতীত এখনও পর্যন্ত দু’বার ডিএ বাড়ানো হয়েছে। ডিএ বৃদ্ধির ফলে কর্মচারীরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। কর্মচারীদের বেতনও বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে কেন্দ্রীয় সরকার ফের ডিএ বাড়ানোর পথে রয়েছে।

Advertisements

খুব শিগগিরই ডিএ বাড়াতে পারে কেন্দ্র। সেই সঙ্গে অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারের তরফ থেকে একটি আপডেট পাওয়া গিয়েছে। সরকার ডিএ ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে। যদি এটি ঘটে তবে ডিএ ৪৬ শতাংশে পৌঁছাতে পারে। আপাতত ডিএ ৪২ শতাংশ। অর্থাৎ আগামী বছরের জানুয়ারি থেকে ডিএ ও ডিআর ৫০ শতাংশে পৌঁছতে পারে। যদি এমনটা হয়, তাহলে কেন্দ্রীয় সরকার কি অষ্টম বেতন কমিশন কার্যকর করবে?

Advertisements

কেন্দ্রীয় সরকার এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। লোকসভায় এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী বিষয়টি স্পষ্ট করেছেন। বর্তমানে তারা অষ্টম বেতন কমিশন গঠনের কোনো প্রস্তাব দেয়নি। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন এই প্রদান করেছে। বর্তমানে ডিএ ৪২ শতাংশ। এটি ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য।

8th pay commission

সেই সঙ্গে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ডিএ বাড়াবে সরকার। সরকার এবার ডিএ ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে। এমনটা হলে ডিএ ৪৬ শতাংশে পৌঁছে যাবে। এর মাধ্যমে আগামী বছর ডিএ ৫০ শতাংশে পৌঁছাতে পারে। কেন্দ্র অষ্টম বেতন কমিশনের বিষয়টি খুব স্পষ্ট করে দিয়েছে।

Advertisements