মার্কেট হারাবে TATA Punch! হুন্দাইয়ের নতুন গাড়ি ঘোরাবে খেলা

সিটি সিরিজের গাড়ির পর ভারতীয় বাজারে আশানুরূপ সাফল্য পায়নি হুন্দাই। হুন্দাই সিটি ছাড়াও একাধিক গাড়ি লঞ্চ করলেও সেগুলোকে হিট বলা যায় না। ভারতীয় গ্রাহকদের পছন্দ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সিটি সিরিজের গাড়ির পর ভারতীয় বাজারে আশানুরূপ সাফল্য পায়নি হুন্দাই। হুন্দাই সিটি ছাড়াও একাধিক গাড়ি লঞ্চ করলেও সেগুলোকে হিট বলা যায় না। ভারতীয় গ্রাহকদের পছন্দ এখন বদলেছে। সেদান গাড়ির বদলে একটু বড় গাড়ি পছন্দ করছেন গ্রাহকরা। চাহিদা মতো এবার পদক্ষেপ নিচ্ছে হুন্দাই। তাদের আসন্ন গাড়ি সরাসরি প্রতিযোগিতা করবে মাইক্রো SUV সেগমেন্টে।

Advertisements

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা হুন্দাই বাজারে একটি নতুন এসইউভি লঞ্চ করতে চলেছে। বর্তমানে টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি সেগমেন্টে আধিপত্য বিস্তার করেছে। গত আড়াই বছরে ২ লক্ষেরও বেশি পাঞ্চের ইউনিট বিক্রি করেছে টাটা। হুন্দাই এক্সটার টাটা পাঞ্চের বাজার অনেকটা দখল করতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisements

হুন্দাই এক্সটারে ১.২ লিটার ন্যাচুরালি অ্যাস্পিরেটেড পেট্রল ইঞ্জিন থাকবে যা সর্বোচ্চ ৮২ বিএইচপি পাওয়ার এবং ১১৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং একটি এএমটি বিকল্পের সাথে যুক্ত থাকবে। সেই সঙ্গে থাকতে পারে সিএনজি অপশন।

হুন্দাই এক্সটার হবে প্রথম সাব কম্প্যাক্ট এসইউভি যার সমস্ত ভ্যারিয়েন্টে থাকবে ছয়টি এয়ারব্যাগ। এছাড়াও এতে থাকবে ইলেকট্রিক সানরুফ, স্মার্টফোন কানেক্টিভিটির সঙ্গে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ডুয়াল ক্যামেরা ড্যাশক্যামের মতো ফিচার। ইএসসি, ভেহিকল স্টেবিলিটি সিস্টেম এবং হিল অ্যাসিস্ট কন্ট্রোলের মতো অন্যান্য ফিচার থাকবে হুন্দাইয়ের নতুন গাড়িতে।

হুন্দাই ১০ জুলাইয়ের মধ্যে এক্সটারের দাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এটি কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এসইউভি হতে পারে। নতুন এসইউভির বুকিং ইতিমধ্যে শুরু হয়েছে এবং গ্রাহকরা ১২,০০০ টাকার বিনিময়ে গাড়িটি বুক করতে পারবেন। এক্স শো রুম প্রাইস ৬ লক্ষ টাকা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। হুন্দাই এক্সটার বাজারে টাটা পাঞ্চ, সিট্রোয়েন সি ৩ এবং নিসান ম্যাগনাইটের মতো অন্যান্য মাইক্রো এসইউভিগুলির সাথে প্রতিযোগিতা করবে।

Advertisements