মাত্র 2.5 লাখ টাকায় পাওয়া যাচ্ছে Hyundai Verna, আপনার জন্য রইল একাধিক চোখ ধাঁধানো ডিল

লাখ লাখ টাকা খরচ করে নিজের স্বপ্নের গাড়ি ক্রয় করতে পারছেন না? তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

লাখ লাখ টাকা খরচ করে নিজের স্বপ্নের গাড়ি ক্রয় করতে পারছেন না? তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন কিছু দুর্দান্ত ডিল নিয়ে এসেছি, যা আপনার স্বপ্ন পূরণ করবে মাত্র 2.5 লাখ টাকায়। আজকের নিবন্ধে আমরা আপনাদের সামনে একাধিক Hyundai Verna গাড়ির ডিল নিয়ে এসেছি। যদিও এই গাড়ি সেকেন্ড হ্যান্ড ক্রয় করতে হবে আপনাকে। তবে প্রত্যেকটি গাড়ি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, Hyundai Verna গাড়ির একাধিক ডিল-

Advertisements

1. Hyundai Verna Fluidic 1.6 VTVT SX: এই তালিকায় সবার প্রথমে রয়েছে 2011 সালের একটি Hyundai Verna গাড়ির নাম। গাড়িটি এখনো পর্যন্ত সর্বমোট 83,219 কিলোমিটার পথ চলেছে। সম্পূর্ণ নতুন কন্ডিশনের এই গাড়িটি বর্তমানে 2.95 লাখ টাকায় বিক্রির জন্য CarWale-এ বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

Advertisements

2. Hyundai Verna Fluidic 1.6 CRDi: সেকেন্ড হ্যান্ড গাড়ির এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি Hyundai Verna মডেলের নাম। সংস্থার দেওয়া বিজ্ঞাপনে জানানো হয়েছে, গাড়িটি এখনো পর্যন্ত 2,50,000 কিলোমিটার পথ চলেছে। গাড়িটি বিক্রির জন্য এর মালিক দাম নির্ধারণ করেছে 3 লাখ টাকা।

3. Hyundai Verna Fluidic 1.6 VTVT SX: গাড়ি বিক্রির এই ওয়েবসাইটে আরও একটি দুর্দান্ত গাড়ি সংযুক্ত হয়েছে। Hyundai Verna ডুয়াল টোন স্বয়ংক্রিয় গাড়িটি এখনও পর্যন্ত সর্বমোট 23,535 কিলোমিটার রাস্তা চলেছে। গাড়িটি বিক্রয়ের জন্য এর মালিক দাম চেয়েছেন 3 লাখ টাকা।

Advertisements