মটোরোলা সংস্থাটি ‘এজ সিরিজ’ এর একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পর থেকে আলোচনায় রয়েছে। ফোনটি লঞ্চ হওয়ার আগেই এর সম্পর্কে অনেক কিছু আলোচনা চলেছে। Motorola Edge 40 Neo ফোনের দাম প্রায় ৩০ হাজার টাকা হিসাবে রিপোর্ট করা হচ্ছে এবং বিশেষ বিষয় হল স্মার্টফোনটি ১২ জিবি র ্যাম + ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাবে বলে আশা করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ফোনটির ফিচার, অন্য ডিটেইলস এবং দাম সম্পর্কে।
মটোরোলা এজ ৪০ নিও ফোন লঞ্চ হওয়ার আগেই এর দাম ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল। মটোরোলার এজ সিরিজের এই ফোনটির ইউরোপীয় মূল্য ফাঁস হয়ে গিয়েছিল, বলা হচ্ছিল ফোনটির দাম হবে ৩৩৮.৯৯ ইউরো, অর্থাৎ ভারতে এর দাম হচ্ছে পারে প্রায় ৩০,০০০ টাকা।
ফোনটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে এই ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৫০ অক্টা কোর প্রসেসর। ধারণা করা হচ্ছে ফোনটিতে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হতে পারে। মটোরোলার মটোরোলা এজ ৪০ নিও স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে ‘মেক এ স্প্যালশ’ ট্যাগলাইন নিয়ে। আইপি ৬৮ রেটিং প্রতিফলিত করে বহু আলোচিত এই স্মার্টফোনটি। মটোরোলার এই এজ সিরিজে মটোরোলা এজ ৪০ এবং মটোরোলা এজ ৪০ প্রো ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে এবং বেশ জনপ্রিয় বলে মনে করা হচ্ছে।