TVS Creon E-Bike: 90KM টপ স্পিডের সাথে অবিশ্বাস্য ফির্চাস, দেখে নিন TVS Creon ইলেকট্রিক বাইকের দাম এবং মাইলেজ

বর্তমানে ভারতীয় বাজারে দিনের পর দিন ইলেকট্রিক বাইক কিংবা স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। বিশাল চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল চালিত…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে দিনের পর দিন ইলেকট্রিক বাইক কিংবা স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। বিশাল চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল চালিত গাড়ি উৎপাদন বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি উৎপাদনে মনোনিবেশ করছে। তাছাড়া একাধিক নতুন কোম্পানি দুর্দান্ত ফির্চাস সহ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতীয় বাজারে। এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের TVS Creon E-Bike সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি-

সম্প্রতি গাড়ি নির্মাণ কোম্পানি TVS তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতীয় বাজারে। TVS Creon E-Bike নামের এই গাড়িটি তার দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে ইতিমধ্যে গাড়ি প্রেমিদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের মধ্যে TVS Creon E-Bike হল সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক স্কুটার। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, TVS Creon E-Bike টি ঘন্টায় 90 কিলোমিটার বেগে চলতে সক্ষম।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটারটি টপ স্পিডে সর্বোচ্চ 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। দুর্দান্ত গতির পাশাপাশি এই গাড়িতে রয়েছে, ডিজিটাল অডোমিটার, স্পিডোমিটার, টাকোমিটার, দুর্দান্ত হেডলাইট, USB পোর্ট, এলার্ম সিস্টেমের মত অত্যাধুনিক কিছু বৈশিষ্ট। যদি দুর্দান্ত এই গাড়ির দামের কথা বলি তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, গাড়িতে সমস্ত ট্যাক্স এবং টপ মডেলটি ক্রয় করতে হলে গ্রাহকদের খরচ করতে হবে 1.2 লাখ টাকা।

Advertisements
Advertisements