Asia Cup 2023: এশিয়া কাপের মহারণে ফের ভারত-পাকিস্তান যুদ্ধ! কবে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী?

ভারত-পাকিস্তান ম্যাচ মানে চরম উত্তেজনা। হোক দুই দেশীয় সিরিজ কিংবা বিশ্বকাপের আসর। ভারত-পাকিস্তান ম্যাচ ব্যাখ্যা করে ক্রিকেটের পরিভাষা। চলমানরত ২০২৩ এশিয়া কাপে ভারত তাদের প্রথম…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারত-পাকিস্তান ম্যাচ মানে চরম উত্তেজনা। হোক দুই দেশীয় সিরিজ কিংবা বিশ্বকাপের আসর। ভারত-পাকিস্তান ম্যাচ ব্যাখ্যা করে ক্রিকেটের পরিভাষা। চলমানরত ২০২৩ এশিয়া কাপে ভারত তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী পাকিস্তানের। যদিও বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে রোহিত শর্মারা ২৬৬ রানে অলআউট হয় পাকিস্তানের সামনে। তবে জয়ের জন্য একটি বলও খেলার সুযোগ পাননি বাবর আজমরা।

Advertisements

ফলে ভারত-পাকিস্তান ম্যাচের চরম উত্তেজনার স্পর্শ থেকে বঞ্চিত হন ক্রিকেটপ্রেমীরা। তবে এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, চলমানরত এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তানের মহাযুদ্ধ দেখতে চলেছে গোটা বিশ্ব। আজ্ঞে হ্যাঁ, ক্রিকেটের মহাযুদ্ধে ছোট্ট সমীকরণ মিলে গেলেই চলতি এশিয়া কাপে ফের মুখোমুখি হবে দুই মহাশক্তি দল। আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, কোন সমীকরণে চলতি এশিয়া কাপে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে গ্রুপ ‘এ’ থেকে সুপার-৪ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ (যদিও আফগানিস্তানের কাছে ছোট্ট সুযোগ রয়েছে সুপার-৪ এ প্রবেশ করার)। অন্যদিকে, গ্রুপ ‘বি’ থেকে সুপার-৪ নিশ্চিত করেছে পাকিস্তান। আজকের ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় নিশ্চিত করলেই দ্বিতীয় দল হিসেবে সুপার-৪ নিশ্চিত করবে টিম ইন্ডিয়া।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুসারে, দুই গ্রুপ থেকে সুপার-৪ নিশ্চিত করা দলগুলি একে অন্যের বিপরীতে খেলবে। অর্থাৎ, প্রথম গ্রুপের প্রথম কোয়ালিফায়ার Vs দ্বিতীয় গ্রুপের প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার এবং প্রথম গ্রুপের দ্বিতীয় কোয়ালিফায়ার Vs দ্বিতীয় গ্রুপের প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার। এই সমীকরণে যদি ভারত এবং পাকিস্তান নিজেদের ম্যাচে জয় নিশ্চিত করে, তবে ১৭ই সেপ্টেম্বর ফাইনাল ম্যাচে একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবে দুই পরাশক্তি।

Advertisements