ব্যাঙ্কের পাশাপাশি সাধারণ মানুষ পোস্ট অফিসেও ভরসা করে টাকা রাখেন। এখানে ভালো সুদ পাওয়া যায়। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের স্কিম, যা বিভিন্ন বয়সের মানুষকে আর্থিক সুরক্ষা প্রদান করতে পারে। বুড়ো বয়সে অর্থ কষ্ট একটা বড় সমস্যা। সবাই পেনশন পান না। যাদের পেনশন নেই তাদের সমস্যা বেশি। কিন্তু ঠিক জায়গায় বিনিয়োগ করলে বয়স কালে এই সমস্যা অনেকটা দূর হতে পারে।
ভারতীয় পোস্ট অফিসের এই বিনিয়োগ স্কিমে, আপনি গ্যারান্টিযুক্ত রিটার্ন পাবেন। এই স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে সুদ হিসাবে ২ লক্ষ টাকা পেতে পারেন। আলোচনা করা হচ্ছে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে। এতে সুদ থেকে পুরো ২ লাখ টাকা পাবেন আপনার অ্যাকাউন্টে। এটি কেন্দ্রীয় সরকারের অন্যতম সেরা প্রকল্প। এই স্কিমে একসাথে অর্থ বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যায়। ব্যাংক এফডি থেকেও বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে সঞ্চয় স্কিমে ৮.২ শতাংশ হারে সুদের সুবিধা পাওয়া যাবে। উল্লেখ্য, ৬০ বছরের বেশি বয়সের লোকেরা এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। সেই সঙ্গে যারা ভিআরএস নিয়েছেন তারাও পারবেন।

আপনি যদি একসাথে ৫ লক্ষ টাকা জমা দেন তবে আপনি প্রতি ত্রৈমাসিকে সুদ হিসাবে ১০,২৫০ টাকা পাবেন। এ ছাড়া সুদ বাবদ বছরে ২,০৫,০০০ টাকা পাওয়া যাবে। নিকটস্থ পোস্ট অফিস, সরকারী ব্যাংক বা বেসরকারী ব্যাংকে গিয়ে এই বিনিয়োগ খাতা খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। পাসপোর্ট সাইজের দুটো ছবি লাগবে। এ ছাড়া পরিচয়পত্র ও অন্যান্য কেওয়াইসি ডকুমেন্টের কপি ফর্মের সঙ্গে জমা দিতে হবে।







