ব্যাংকের পাশাপাশি অনেকে ভারতীয় Post Office এ বিনিয়োগ করে থাকেন। সাধারণ মানুষ অনেক ভরসা করে টাকা জমা রাখেন পোস্ট অফিসে। ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসেও ভালো সুদ পাওয়া যায়। তাই বিনিয়োগ করলে প্ল্যানের মেয়াদ শেষে ভালোই লাভবান হয়ে থাকেন গ্রাহক। এরই মধ্যে খুশির খবর দেওয়া হয়েছে পোস্ট অফিসের পক্ষ থেকে। বাড়িয়ে দেওয়া হয়েছে সুদের হার। নতুন হারে বাড়তি সুদের লাভ পাবেন প্রত্যেক গ্রাহক। চলতি বছর থেকে কার্যকর হয়েছে পোস্ট অফিসের নতুন সুদের হার।
জমানো টাকা থেকে বাড়তি লাভের জন্য বিনিয়োগ করা দরকার। বিনিয়োগ না করলে ঘরে রেখে টাকার পরিমাণ বাড়ানো সম্ভব হয় না। ব্যবসা না করলে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে লাভবান হওয়া যায়। বেশিরভাগ মানুষের দেশের বৃহত্তম ব্যাংক SBI (State Bank of India) এবং Indian Post Office – এর ওপর চোখ বন্ধ করে ভরসা করেন। পোস্ট অফিস তাদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে সুদের হার বাড়িয়ে দিয়েছে। এরপর কতো লাভ হতে পারে? সেটাই এবার জেনে নিন।

পোস্ট অফিসে নতুন সুদের হার:-
- বর্তমানে ১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাচ্ছে ৬.৬ শতাংশ, যা আগে ছিল ৫.৫ শতাংশ।
- দুই বছর মেয়াদি আমানতে সুদ পাওয়া যাচ্ছে ৬.৮ শতাংশ, যা আগে ছিল ৫.৭ শতাংশ।
- তিন বছরের টাইম ডিপোজিটে আপনি পাবেন ৬.৯ শতাংশ সুদ , যা আগে ছিল ৫.৮ শতাংশ।
- ৫ বছর মেয়াদি পোস্ট অফিস টাইম ডিপোজিটে সুদ পাওয়া যাচ্ছে ৭ শতাংশ হারে, যা আগে ছিল ৬.৭ শতাংশ।
নতুন সুদের হারে কতো লাভ?
- আগে পোস্ট অফিসে এক বছরের এফডিতে ৫.৫ শতাংশ সুদ পাওয়া যেত। যার ফলে ১ লক্ষ টাকার বিনিয়োগে পাওয়া যেত ১,০৫,৬১৪ টাকা। এখন ৬.৬ শতাংশ হারে ১,০৬,৭৬৫ টাকা পাওয়া যাবে।
- ২ বছরের ফিক্সড ডিপোজিটে সুদ ছিল ৫.৭ শতাংশ। যার ফলে ১ লক্ষ টাকার বিনিয়োগে পাওয়া যেত ১,১১,৯৮৫ টাকা। এখন ৬.৮ শতাংশ হারে ১,১৪,৪৩৭ টাকা পাবেন।
- ৩ বছরের এফডিতে ৫.৮ শতাংশ সুদ পাওয়া যেত। যার ফলে ১ লক্ষ টাকার বিনিয়োগে ১,১৮,৮৫৭ টাকা পাওয়া যেত। এখন ৬.৯ শতাংশ হারে ১,২২,৭৮১ টাকা পাওয়া যাবে।
- আগে পোস্ট অফিসের ৫ বছরের এফডিতে ৬.৭ শতাংশ সুদ পাওয়া যেত। যার ফলে ১ লক্ষ টাকার বিনিয়োগে ১,৩৯,৪০৭ টাকা পাওয়া যেত। এখন ৭ শতাংশ সুদে ১,৪১,৪৭৮ টাকা পাওয়া যাবে।







