বাচ্চাদের নিয়ে ট্রেনে ওঠার আগেই সাবধান হন, বদলে গেছে ট্রেনের হাফ টিকিটের নিয়ম

পৃথিবীর বৃহত্তম রেল নেটওয়ার্কের মধ্যে ভারতীয় রেল অন্যতম। প্রতিদিন ভারতীয় রেল ব্যবহার করে প্রায় ৪ কোটি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছায়। জানলে অবাক হবেন, লোকাল এবং…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

পৃথিবীর বৃহত্তম রেল নেটওয়ার্কের মধ্যে ভারতীয় রেল অন্যতম। প্রতিদিন ভারতীয় রেল ব্যবহার করে প্রায় ৪ কোটি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছায়। জানলে অবাক হবেন, লোকাল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে প্রতিদিন ভারতীয় রেলওয়ে প্রায় ১৬,০০০ ট্রেন পরিচালনা করে। যা দেশের বিভিন্ন প্রান্তকে একত্রে সংযুক্ত করেছে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, অন্যান্য যাত্রার চেয়ে তুলনামূলক কম ভাড়ায় ভারতীয় রেলের মাধ্যমে ভ্রমণ করা সম্ভব বলে বেশিরভাগ ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থাকেই গুরুত্ব দিয়ে থাকেন।

Advertisements

যারা নিয়মিত রেলে যাতায়াত করেন আজকের এই বিশেষ নিবন্ধটি তাদের জন্য। কারণ যদি আপনি ভারতীয় রেলের নতুন নিয়ম না জানেন, সেক্ষেত্রে কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত হারাতে পারেন আপনি। আজ্ঞে হ্যাঁ, বাচ্চাদের হাফ টিকিটের নিয়মের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এনেছে রেলওয়ে অফ ইন্ডিয়া। যার ফলশ্রুতিতে, বিগত সাত বছরে টিকিট ফাইন সহ ২,৮০০ কোটি টাকা উপার্জন করেছে ভারতীয় রেল।

Advertisements

আমরা আপনাদের বলে রাখি, ২০১৬ সালের আগে ৫ বছর থেকে ১২ বছরের মধ্যে বাচ্চাদের টিকিটের ক্ষেত্রে বিশেষ ছাড় দিত ভারতীয় রেল। যাত্রামূল্যের অর্ধেক ভাড়া প্রদান করে রিজার্ভেশন কামরাতে ভ্রমণ করার সুযোগ পেতেন সাধারণ যাত্রীরা। তবে ২০১৬ সালে সেই নিয়মে বিশেষ পরিবর্তন এনেছে রেলওয়ে অফ ইন্ডিয়া। এবার থেকে রিজার্ভেশন কামরাতে ভ্রমণ করতে হলে ওই সমস্ত বাচ্চাদের সম্পূর্ণ টিকিটের দাম প্রদান করতে হবে। আর তা না হলে জরিমানার আওতায় নিয়ে আসা হবে ওই সমস্ত বাচ্চাদের। আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২২-২৩ অর্থবছরে এই বিশেষ খাতে ভারতীয় রেলওয়ে ৭০০ কোটি টাকার কাছাকাছি অর্থ উপার্জনের লক্ষ্যমাত্রা রেখেছে। তাই রেলের মাধ্যমে ভ্রমণ করতে হলে অবশ্যই ভারতীয় রেলের এই বিশেষ নিয়ম মনে রাখতে হবে।

Advertisements