দেশের বেশিরভাগ মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে প্রথম প্রাধান্য তারা রেলকেই দেন। আর দেবেন নাই বা কেন, অল্প সময়ের মধ্যে এবং স্বল্প খরচে এই একটা মাধ্যমেই যে কোনও জায়গায় চলে যেতে পারেন।
ফলে আপনিও যদি ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন বা ভ্রমণ করার পরিকল্পনা করছেন তাহলে এখুনই পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। আপনিও যদি দূর ভ্রমণ করতে চলেছেন তাহলে শুধুমাত্র আপনার জন্য রইল এই প্রতিবেদনটি।
কারণ এবার রেল ওয়ে ট্রেনে ঘুমানোর সময় পরিবর্তন করেছে। এর আগে রাতের যাত্রায় যাত্রীরা সর্বোচ্চ নয় ঘণ্টা ঘুমাতে পারতেন। কিন্তু এখন এই সময় কমিয়ে ৮ ঘণ্টা করা হয়েছে। এর আগে যাত্রীরা রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত এসি কোচ ও স্লিপারে ঘুমাতে পারতেন। তবে রেলওয়ের নয়া নিয়ম অনুযায়ী, এখন আপনি কেবল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমাতে পারবেন। অর্থাৎ এখন ঘুমের সময় কমে ৮ ঘণ্টা হয়েছে। যে সব ট্রেনে ঘুমানোর ব্যবস্থা রয়েছে, সেসব ট্রেনে এই পরিবর্তন প্রযোজ্য হবে।
জানা গিয়েছে, সব যাত্রী যাতে ভালো ঘুম পেতে পারেন সেজন্য এই পরিবর্তন আনা হয়েছে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়টা ঘুমের জন্য ভালো বলে মনে করা হয়। আপনিও যদি ট্রেনে ভ্রমণ করেন তবে রেলের ঘুমানোর এই নয়া নিয়মটি আপনাকেও মেনে চলতে হবে বৈকি।
লোয়ার বার্থে থাকা ভ্রমণকারী যাত্রীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, মাঝখানের বার্থে থাকা যাত্রীরা গভীর রাতে ঘুমিয়ে পড়েন এবং গভীর সকাল পর্যন্ত ঘুমান। এর ফলে নিচের সিটে বসে থাকা যাত্রীকে সমস্যায় পড়তে হয়। অনেক সময়ে এই নিয়ে যাত্রীদের মধ্যে ঝগড়াও শুরু হয়।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রেলওয়ে নিয়ম ও সময় পরিবর্তন করেছে। নতুন নিয়ম অনুযায়ী যাত্রীরা শুধু রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত মাঝখানে ঘুমাতে পারবেন। এর পরে, তাকে তার বার্থ খালি করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, মাঝখানের সিটে থাকা যাত্রী রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বার্থে ঘুমাতে পারবেন। সকাল ৬টার পর মাঝখানের সিট নামিয়ে নিচের সিটে যেতে হবে। আপনি যদি এটি না করেন তবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়ে রেল।







