সাময়িকভাবে ব্যহত হতে পারে ভারতীয় রেলের বুকিং পরিষেবা। অনলাইন মাধ্যমে ট্রেনের সিট বুক করতে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েক ঘন্টার জন্য প্রভাবিত হতে পারে অনলাইন মাধ্যমে রেলের আসন রিজার্ভ করার প্রক্রিয়া।
দূরে কোথাও যাওয়ার জন্য অনেকে আসন বুক করেন আগেভাগে। অনেকে জরুরি ভিত্তিতে সিট বুক করে থাকেন। এক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। জানা গিয়েছে কলকাতার প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) ডেটা সেন্টারে কিছু সমস্যার কারণে ইন্টারনেট বুকিং মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। এমন অনেক রাজ্য রয়েছে যেখানে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পিআরএস তিন ঘণ্টা ৪৫ মিনিটের জন্য বন্ধ থাকতে পারে। যাত্রীরা ৮ জুলাই ২০২৩ (শনিবার) ২৩:৪৫ টা থেকে ৯ জুলাই ২০২৩ (রবিবার) সকাল ০৩:৩০ টার মধ্যে ইন্টারনেট মাধ্যমে তাদের টিকিট বুক করতে পারবেন না বলে জানা হচ্ছে। আপনাকে যদি টিকিট বুক করতে হয় তবে আজ রাত পৌনে ১১ টার মধ্যে টিকিট বুক করিয়ে রাখতে হবে।
পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খন্ড, আসাম, সিকিম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে অনলাইন মাধ্যমে আসন রিজার্ভ করার প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। পিআরএস, ইন্টারনেট বুকিং, কারেন্ট বুকিং, অনুসন্ধান, চার্টিং এবং অন্যান্য আনুষঙ্গিক পরিষেবা বন্ধ থাকায় অনেক পরিষেবা প্রভাবিত হয়েছে।

ট্রেন ডাইভার্সন :-
- ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস (৮ জুলাই)।
- ১২৫০৮ শিলচর-ত্রিভেন্দ্রম অরণ্যাই এক্সপ্রেস (৮ জুলাই)।
- নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ৯ জুলাই তারিখে হাওড়া-খড়গপুর হয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।







