স্লিপারের টিকিটে এসি কামরায় ভ্রমণ, অনেকেই জানেন না ভারতীয় রেলের এই ফিচার সম্পর্কে

ভারতের বেশিরভাগ মানুষ ভারতীয় রেলে ভ্রমণ করতে চান। এর পিছনে কারণ কেবল আরামদায়ক ভ্রমণ এবং সস্তা ভাড়া। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। এজন্য…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতের বেশিরভাগ মানুষ ভারতীয় রেলে ভ্রমণ করতে চান। এর পিছনে কারণ কেবল আরামদায়ক ভ্রমণ এবং সস্তা ভাড়া। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। এজন্য অনেকে দুই থেকে তিন মাস আগে টিকিট বুক করে রাখেন, যাতে কনফার্মড টিকেট পাওয়া যায়।

Advertisements

একই সঙ্গে ভারতীয় রেলওয়ে এমন অনেক নিয়ম তৈরি করেছে, যাতে যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া যায়। এমন পরিস্থিতিতে যদি কোনও যাত্রী স্লিপারের জন্য টিকিট বুক করেন, তাহলে তার টিকিট এসিতে আপগ্রেড করা যেতে পারে। অর্থাৎ স্লিপারের ভিত্তিতে তিনি এসিতে ভ্রমণের সুযোগ পেতে পারেন। তাই আসুন এই ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

Indian Railways

ভারতীয় রেল সমীক্ষা করে দেখেছে বেশ কিছু ট্রেনে চাহিদা এবং সরবরাহের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। একদিকে স্লিপার ক্লাসে আসনের জন্য দাবি প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে। আবার কোনো কোনো রুটে দেখা যাচ্ছে যে ওই একই সময়ে এসি ক্লাসে অনেক আসন ফাঁকা থাকে। এর পরিপ্রেক্ষিতে অটো আপগ্রেডেশন নিয়ম চালু করা হয় ভারতীয় রেলের পক্ষ থেকে। এই নিয়মের অধীনে, আপনি যদি ট্রেনের টিকিট বুকিংয়ের সময় অটো আপগ্রেড বিকল্পটি নির্বাচন করেন তাহলে আপনার ট্রেনের কামরা আপগ্রেড হয়ে যাবে।

এমন পরিস্থিতিতে স্লিপার ক্লাস চার্জে এসি কম্পার্টমেন্টে ভ্রমণের জন্য সিট পেতে পারেন। তবে একটি মাত্র ক্ষেত্রে এমন সুযোগ আপনি পেতে পারেন। যদি ধরুন ওই ট্রেনের এসি ক্লাসে অনেক আসন ফাঁকা থাকে, তবেই রেলের পক্ষ থেকে এই অপশন দেওয়া হয়। নাহলে নয়। আপনি যদি চান তবেই রেল এই অপশনটা অ্যাকটিভ করবে।

Advertisements