বিশ্বকে তাক লাগালেন ভারতীয় যুবক, নিজের বাড়িতেই বানালেন এক চাকার e-স্কুটার

মানুষের জীবন ক্রমে ভরে উঠছে যন্ত্রপাতিতে। বলা ভালো টেকনোলোজিতে। যত সময় এগোচ্ছে ততই দ্রুত হচ্ছে মানুষের জীবন। দ্রুত জীবনের জন্য দরকার পড়ছে উন্নত প্রযুক্তি। সাধারণ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

মানুষের জীবন ক্রমে ভরে উঠছে যন্ত্রপাতিতে। বলা ভালো টেকনোলোজিতে। যত সময় এগোচ্ছে ততই দ্রুত হচ্ছে মানুষের জীবন। দ্রুত জীবনের জন্য দরকার পড়ছে উন্নত প্রযুক্তি। সাধারণ মানুষ, বিশেষত ভারতীয় গ্রাহকরা কোনও গ্যাজেড কেনার আগে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখেন। প্রথম অবশ্যই পছন্দ মতো কোম্পানি, তারপর অন্যান্য সংস্থার প্রোডাক্ট ঘেঁটে দেখা, কোন গ্যাজেডে কীরকম ফিচার রয়েছে, দাম কতো ইত্যাদি বেশ কিছু বিষয় মানুষের মনে কাজ করে। কম্প্যাক্ট জিনিস হলে আরও ভালো।

Advertisements

সম্প্রতি গাড়ি বাজারে পেট্রোল, ডিজেল চালিত গাড়ির জমানা ফুরিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। চার চাকা হোক বা দুই চাকার বাহন, সব ক্ষেত্রেই রয়েছে ইলেকট্রিকের অপশন। এখানেও ডিজাইন, এক চার্জে কতো মাইলেজ ইত্যাদি দেখার ব্যাপার রয়েছে। ইলেকট্রিক স্কুটারের বাজারে অনেকেই বেশ ক্রিয়েটিভ কাজ করেছেন ইতিমধ্যে।

Advertisements

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে একটি এক চাকার স্কুটার। এক চাকার বৈদ্যুতিক বাইকটি উদ্ভাবন করেছেন ভারতের এক যুবক। এর ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। আমরা যখন কোন গাড়ির কথা ভাবি তখন স্বাভাবিকভাবেই আমরা স্কুটার, মোটরসাইকেল বা গাড়ি ইত্যাদির কথা ভাবতে শুরু করি। এটাও সত্যি যে গাড়ি যাই হোক না কেন, এর চাকা একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকাল বিশ্বজুড়ে গাড়ি নির্মাতারা এক চাকার যানবাহন উত্পাদনে নিযুক্ত রয়েছেন। ভারতেও এক ব্যক্তি নিজের বাড়িতে এক চাকা যুক্ত স্কুটার তৈরি করে বিশ্বকে অবাক করে দিয়েছেন। এই ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে স্কুটারটির নির্মাণ কাজও দেখিয়েছেন। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে এই ব্যক্তি এই স্কুটারটি তৈরি করেছেন।

Advertisements