Nothing Phone এর থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের মতো করে একটি স্মার্টফোন বানাচ্ছে Infinix, এমন জল্পনা আগেই শুরু হয়েছিল। এবার সেটা আরও এক ধাপ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি একজন টিপস্টার বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসে দাবি করেছিলেন যে Infinix এমন একটি ফোন নিয়ে কাজ করছে যা দেখতে Nothing Phone ২ এর মতো।
সামাজিক মাধ্যমে ফোনটির একটি সম্ভাব্য ছবি ইতিমধ্যে কার্যত ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে যে ফোনটির পিছনে এলইডি লাইটের মতো কিছু একটা রয়েছে। এতদিন এটি শুধুই গুজব ছিল, কিন্তু এখন এই আলোচিত স্মার্টফোনটির লাইভ ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে যে নাথিং ফোনের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে মিল রয়েছে সম্ভাব্য আসন্ন স্মার্ট ফোনটিতে।
ইনফিনিক্স ভারতীয় বাজারের জন্য গেমিং স্মার্টফোনের একটি নতুন জিটি সিরিজ প্রস্তুত করছে বলে জানা গিয়েছে। লাইনআপে কমপক্ষে দুটি ফোন অন্তর্ভুক্ত থাকবে – Infinix GT 10 Pro এবং Infinix GT 10 Pro+। চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে শেয়ার করা লাইভ ছবি অনুযায়ী, Infinix GT 10 Pro+ এ থাকবে নথিং ফোন ২ এর মতো ট্রান্সপারেন্ট ব্যাক।
ডিভাইসের ব্যাক প্যানেলে কমলা প্যাটার্ন এবং সি আকৃতির চিহ্ন রয়েছে, যা এলইডি আলোর জন্য হতে পারে। দ্য টেক আউটলুক তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফাঁস হওয়া ছবিতে উভয় ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশনও প্রকাশ পেয়েছে। উভয় ফোনেই রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং পেছনে ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রো মডেলটি ৮ জিবি RAM এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ সহ ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর রয়েছে। ইনফিনিক্স জিটি 10 প্রো + যা আরও প্রিমিয়াম হতে পারে তাতে ডাইমেনসিটি ৮০৫০ প্রসেসর থাকতে পারে।