স্টেজে আগুন ধরানোর মতো নাচ, যুবতীর পারফরম্যান্সে পাগল নেটিজেনরা

নাচের ভিডিওগুলি বিদ্যুৎ গতিতে জনপ্রিয়তা লাভ করতে পারে অনলাইনে। অ্যান্থিস্টিক এবং প্রতিভাবান নৃত্যশিল্পীদের কদর করতে জানে নেট দুনিয়া। তাই মনোগ্রাহী কোনো নাচের ভিডিও পোস্ট করা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

নাচের ভিডিওগুলি বিদ্যুৎ গতিতে জনপ্রিয়তা লাভ করতে পারে অনলাইনে। অ্যান্থিস্টিক এবং প্রতিভাবান নৃত্যশিল্পীদের কদর করতে জানে নেট দুনিয়া। তাই মনোগ্রাহী কোনো নাচের ভিডিও পোস্ট করা হলে সেটা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।

Advertisements

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যতিক্রমী প্রতিভাবান মেয়ে পুরনো হিন্দি গান ‘সাওয়ার লু’-এর সুরে তার নিখুঁত নাচের পারফরমেন্স দিয়ে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করছেন । মোনালি ঠাকুর গানটি গেয়েছিলেন এবং মেয়েটি একটি চমৎকার নাচের মাধ্যমে নাচের প্রতিটা পদক্ষেপকে ফুটিয়ে তুলেছেন। নাচের প্রতি তার অধ্যবসায়, শরীরী ভাষা এই ভিডিওর প্রতি মুহূর্তে ফুটে উঠেছে।

Advertisements

একটি মেয়ের নাচের ভাইরাল ভিডিও ইন্টারনেটে ক্রমশ ভিউ লাভ করে চলেছে। ‘সাওয়ার লু’ গানের সঙ্গে ড্যান্স পারফরম্যান্সের জন্য বলিউডের অন্যতম জনপ্রিয় গান। মেয়েটি সুন্দরভাবে মুভমেন্ট করে এবং গানের ফুট ট্যাপিং বিটগুলির খুব সুন্দর ভঙ্গিমায় ফুটিয়ে তুলেছেন নিজের নৃত্য শৈলীর মাধ্যমে। ফ্যাশনেবল গাউনে তাকে খুব সুন্দর দেখাচ্ছে। পোশাকটির জন্য আরও বেশি করে দৃষ্টি আকর্ষণ করেছে এই নাচের ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Indiandancer (@indiandancerstyles)

গানের প্রতিটি ছন্দের সাথে সামঞ্জস্য রেখে তিনি সুন্দরভাবে পা মিলিয়েছেন। নেটিজেনরা তার নাচের প্রতিভা দেখে অনেকেই মুগ্ধ। অনেকেই একাধিকবার প্লে করে দেখেছেন ভিডিওটি। বলার অপেক্ষা রাখে না যে ভিডিওটি অনলাইনে সময়ের সঙ্গে ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে। সেই সঙ্গে নিশ্চই অনেকের মন জয় করতে পেরেছেন তিনি। একজন ব্যবহারকারী ভিডিওর কমেন্ট সেকশনে লিখেছেন, “প্রতিটি পদক্ষেপ মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার মতো। নাচতে থাকুন, অনুপ্রেরণা দিতে থাকুন, আরও উজ্জ্বল হোক আপনার প্রতিভা।”

Advertisements