বেড়াল বড়ই বিচিত্র প্রাণী। কখন যে কী করে বসে সেটা কেউ বলতে পারবেন না। বেড়ালের বিভিন্ন কার্যকলাপ অনেকের বেশ পছন্দের। কুকুরের পাশাপাশি পোষ্য হিসেবে বেড়ালের চাহিদাও কম নয়। অনেকে অবশ্য বেড়াল খুব একটা পছন্দ করেন না। কিন্তু এই ভিডিওটি দেখলে মার্জারের প্রতি কারও মনোভাব বদলালেও বদলাতে পারে। অন্তত ব্যস্ত সময়ের মাঝে মুখে হাসি ফোটাতে পারবে বেড়াল এবং এক শিশুর এই ভিডিওটি।
সামাজিক মাধ্যমে প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি ইনস্টাগ্রামে ঝড়ের গতিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর দৈর্ঘ্য বেশি নয়, কয়েক সেকেন্ডের ভিডিওটি। দৈর্ঘ্য কম হলেও এই ভিডিও ইতিমধ্যে দেখেছেন অনেক মানুষ এবং বলা বাহুল্য, অল্প সময়ের মধ্যে অনেক কিছুই যেন বলছে এই ভিডিওটি।
কী রয়েছে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের এই ভিডিওতে? ভিডিওটি প্লে করলেই দেখতে পাবেন একটি বড় বেড়াল এবং একটি শিশুকে। দুজন একই সঙ্গে শুয়ে রয়েছে আরামদায়ক জায়গায় ওপর। কে বেশি জায়গা জুড়ে শুয়ে থাকবে সেই নিয়ে বেড়াল এবং শিশুর মধ্যে বিবাদ। দুই পক্ষ থেকে পা চালিয়ে জানানো হচ্ছে প্রতিবাদ। বেড়াল যেমন পা চালিয়ে প্রতিবাদ জানাচ্ছে তেমনই শিশুটিও নিজের ছোট্ট পা চালিয়ে জবাব দিচ্ছে সমানে। বেড়াল এবং শিশুর এই মুহূর্ত দেখেছেন কয়েক লক্ষ মানুষ।
ভিডিওটিতে যেমন প্রচুর ভিউজ হয়েছে, তেমনই পড়েছে প্রচুর কমেন্ট। কেউ লিখেছেন, “ভাই/বোনের লড়াই।” কেউ আবার লিখেছেন, “শিশুটি যেভাবে জবাব দিচ্ছে তাতে আমি মুগ্ধ, LoL।”
View this post on Instagram