আমাদের দেশে একাধিক জুগাডু মানুষ আছে। তাদের উদ্ভাবনী ক্ষমতার কথা এখন ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী জুড়ে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভারতীয়দের বিভিন্ন জুগাডু কাজকর্মের নিদর্শন চলে আসছে সবার চোখের সামনে। জুগাডু ব্যক্তিরা মাঝে মাঝে তাদের সামর্থ্য দিয়ে মানুষকে চমকে দেন, তারা এমন কাজ করে থাকেন যা কল্পনাও করা যায় না।
এমনই আশ্চর্যজনক জুগাড় দিয়ে তৈরি মোটরবাইকের একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। এই ভিডিও টি দেখে আপনি নিজেও হতবাক হয়ে যাবে। ভিডিওতে দেখা যাচ্ছে, বাইকের সামনে একটি ট্রাক্টরের চাকা রয়েছে, যা দেখতে বেশ বিশাল, এই বিশাল চাকার উপর একটি ছেলেকে স্ট্যান্ডে বসে সফর করতে দেখা যাচ্ছে ভিডিওটিতে।
pb13_sangrur_walle নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ছেলে অদ্ভুত দেখতে একটি গাড়ি চালাচ্ছে। গাড়িতে মোটরবাইকের মেশিন ও কাঠামো দেখা যাচ্ছে, কিন্তু সামনের চাকাটি ট্র্যাক্টর বা ট্রাকের মতো দেখাচ্ছে। শুধু তাই নয়, সামনের চাকার ওপরে একটি সিটও তৈরি করা হয়েছে, যার ওপর একটি ছেলেকে বসে থাকতে দেখা যায়। একই সময়ে অন্য ছেলেটি বাইকের পেছনের সিটে বসে গাড়ি চালাচ্ছে।
ভিডিওটি তিন হাজারেরও বেশি লাইক পেয়েছে ইতিমধ্যে এবং লোকেরা হয়ে এই আশ্চর্যজনক গাড়িটি দেখে অবাক হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। একজন ব্যবহারকারী ভিডিওটিতে মন্তব্য করে লিখেছেন, ‘ভাই এটা অদ্ভুত’, আরেকজন লিখেছেন, ‘এটি একটি ট্রাক্টর বা একটি বাইক’, তৃতীয়জন লিখেছেন, ‘এই গাড়িটি আশ্চর্যজনক’।
View this post on Instagram







