সমস্ত মিথ ভেঙে দিল এই একটি ভিডিও, ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে ফুটেজ

বেড়াল বড়ই বিচিত্র প্রাণী। কখন যে কী করে বসে সেটা কারও জানা নেই। বাড়ি অনেকেই বেড়ালকে পোষ্য হিসেবে লালন পালন করেন। বাড়িতে থাকলেও বেড়াল স্বাধীনচেতা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বেড়াল বড়ই বিচিত্র প্রাণী। কখন যে কী করে বসে সেটা কারও জানা নেই। বাড়ি অনেকেই বেড়ালকে পোষ্য হিসেবে লালন পালন করেন। বাড়িতে থাকলেও বেড়াল স্বাধীনচেতা জীব হিসেবেই বেশি পরিচিত। নিজের মতো করে ঘুরে বেড়ায় নিজের এলাকায়। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বেড়ালের আচরণ সবাইকে মুগ্ধ করেছে।

Advertisements

পোষ্য জীব হিসেবে কুকুরের জুড়ি মেলা ভার। পরিবারের যত্ন, নিরাপত্তা থেকে শুরু করে সাহায্যে জন্য এগিয়ে আসা, কুকুর সম্পর্কিত এরকম ঘটনার উদাহরণ প্রচুর রয়েছে। উল্টো দিকে বেড়ালের অনুরূপ উদাহরণ অনেক কম। অনেকে বলে থাকেন বেড়াল স্বার্থপর জীব। কথাটা হয়তো সব সময় ঠিক নয়। অন্তত এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর তেমনটাই মনে করা যায়।

Advertisements

জনপ্রিয় এই ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, এক তরুণী একটি টুল হাত করে দাঁড়িয়ে রয়েছে। একটি বেড়াল রয়েছে টুলের সামনে। প্রথমে পরিস্থিতি বুঝতে কিছুটা সময় নিয়েছিল সাদা মার্জারটি। পরে সে টুলের ওপর উঠে পাশের সিলিংয়ে কিছু খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে পেয়ে যায় কাঙ্ক্ষিত বস্তুটি। সিলিং থেকে থাবার সাহায্যে বেড়ালটি নীচে ফেলে দেয় ব্যাডমিন্টন খেলার একটি কক। অর্থাৎ বেড়াল টুলে উঠেছিল মেয়েটিকে সাহায্য করার জন্য। পোষ্য বেড়ালের এই আচরণ বিস্মিত করেছে তরুণীকেও। সিলিং থেকে ব্যাডমিন্টন খেলার কক পেরে দেওয়ার ঘটনায় সে বেড়ালের প্রতি কৃতজ্ঞ।

ভিডিওটি ইতিমধ্যে দেখা হয়েছে ৫.১ মিলিয়ন বার। ভিডিও দেখার পর নেটিজেনদের কেউ কেউ বলছেন, বেড়াল সম্পর্কে প্রচলিত সমস্ত ধারণা ভেঙে দিয়েছে এই একটি ভিডিও। কেউ আবার লিখেছেন, এই প্রথম দেখলাম বেড়াল কাউকে সাহায্য করছে।

 

View this post on Instagram

 

A post shared by Pawzones (@pawenforcer)

Advertisements