সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মহিলার একটি ভিডিও প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখলে আপনিও চোখের পাতা ফেলতে পারবেন না।
ভিডিওতে দেখা যাচ্ছে, শাড়ি পরিহিত এক মহিলা নির্ভীকভাবে ওয়াটার স্পোর্টসে মেতেছেন। দক্ষতা এবং পোশাকের কারণে আজকাল ইন্টারনেটে ভাইরাল হয়েছেন এই মহিলা। ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তার নাম কাতিয়া সাইনি। যারা মনে করেন শাড়ি পরে মহিলারা খেলাধুলা করতে পারেন না, তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিৎ। মূলত এই কারণে ভিডিওটি এতো ভাইরাল হয়েছে এবং মানুষ এটি পছন্দ করেছেন।
জানা গিয়েছে, ভাইরাল হওয়া এই আশ্চর্যজনক ভিডিওটি তামিলনাড়ুর তুতিকোরিনে তোলা হয়েছে। হলুদ শাড়ি পরা এক মহিলাকে সার্ফিং করতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে। কাতিয়া সাইনি একজন ডাইভিং প্রশিক্ষক। ১০ জুলাই ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটি এখনও সমান ভাবে মানুষ দেখছেন এবং প্রচুর লাইক দিচ্ছেন। মানুষ যেমন এই স্ট্যান্ট দেখে বিস্মিত, তেমনই শাড়ি পরে এ ধরনের কাজ করাকে বিপজ্জনক বলেও মনে করছেন কেউ কেউ।
সার্ফিং এর জন্য একটি বোর্ড এবং বড় ঘুড়ি প্রয়োজন। এর পাশাপাশি ঢেউ, বাতাস ও দক্ষতা থাকা দরকার। একই সঙ্গে ঘুড়ির আকার, বাতাসের গতি, সবই নির্ভর করে আমাদের ওজনের ওপরm সবার পক্ষে এই খেলায় যোগ দেওয়া সহজ নয়। এতে কোনো ধরনের মোটর থাকে না।
View this post on Instagram







