নিজের বাইক অথবা স্কুটারে লাগিয়ে নিন এই যন্ত্র, আর আজীবন পেট্রোল ছাড়াই চালান গাড়ি

দিনের পর দিন জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে গাড়ি চালাতে রীতিমতো ভয় পাচ্ছেন ভারতের সাধারণ জনগণ। বিগত এক বছরেরও বেশি সময় ধরে পেট্রোলের দাম 100 টাকার…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দিনের পর দিন জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে গাড়ি চালাতে রীতিমতো ভয় পাচ্ছেন ভারতের সাধারণ জনগণ। বিগত এক বছরেরও বেশি সময় ধরে পেট্রোলের দাম 100 টাকার কাছাকাছি রয়েছে। যেখানে লিটার প্রতি তেলে ভারতের সাধারণ মানুষরা 40 থেকে 45 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। ফলে, বিষয়টি রীতিমতো ভাবিয়ে তুলেছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তদের।

Advertisements

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বিগত এক বছরে ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। চিরাচরিত কোম্পানির পাশাপাশি একাধিক নতুন কোম্পানি তাদের সেরা ইলেক্ট্রিক গাড়ি বিক্রি করছে ভারতের বাজারে। তবে এই মুহূর্তে যদি আপনি একটি বাজার সেরা ইলেক্ট্রিক বাইক অথবা স্কুটার ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনাকে 1.2 লাখ টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হবে।

Advertisements

যেখানে আপনি চাইলে 1 লাখ টাকার মধ্যে দুর্দান্ত মডেলের পেট্রোল চালিত বাইক অথবা স্কুটার ক্রয় করতে পারেন। ফলে ইচ্ছা থাকলেও লক্ষাধিক টাকা ব্যয় করে ইলেকট্রিক গাড়ি ক্রয় করার মত সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। আবার অনেকের বাড়িতে পেট্রোল চালিত বাইক অথবা স্কুটার থাকার কারণে ইলেকট্রিক গাড়িকে বোঝা মনে করছেন। এমন পরিস্থিতিতে ভারতের বাজারে দ্বিতীয় বিকল্প নিয়ে এলো মুম্বাই-ভিত্তিক EV স্টার্টআপ GoGoA1।

জানলে অবাক হবেন, GoGoA1 পেট্রোল ইঞ্জিন চালিত বাইক অথবা স্কুটারের জন্য একটি বৈদ্যুতিক রূপান্তর কিট চালু করেছে। যেটি ব্যবহার করে আপনি 150 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন। ভারতের বাজারে উপলব্ধ হোন্ডা সাইন, পালসার, ডিসকভারের মতো গাড়িতে সফলভাবে কাজ করছে এই অত্যাধুনিক কিট। শুধু তাই নয়, 40 প্রকারের বাইক এবং স্কুটারে ব্যবহার করা যাবে এই কিট। আপনি আপনার পুরনো গাড়িতে মাত্র 60,000 টাকা ব্যয় করে ইন্সটল করতে পারেন GoGoA1 এই কিট।

Advertisements