ট্রেন ছাড়ার ১০ মিনিট আগে Confirm হবে টিকিট, দরকারে কাজে লাগবে এই সুবিধা

ভারতীয় রেলকে বলাই হয় দেশের লাইফ লাইন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নির্ভর করে থাকেন রেলের ওপর। অফিস যাত্রী থেকে শুরু করে পড়ুয়া সহ নিত্য যাত্রীদের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতীয় রেলকে বলাই হয় দেশের লাইফ লাইন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নির্ভর করে থাকেন রেলের ওপর। অফিস যাত্রী থেকে শুরু করে পড়ুয়া সহ নিত্য যাত্রীদের ভরসার বড় জায়গা ভারতীয় রেল। কম খরচে দূর পথে যাত্রা করার এটি সহজতর মাধ্যম। অনেকে ট্রেনে আগে থেকে আসন রিজার্ভ করে সফর করেন।

Advertisements

জনপ্রিয় জায়গায় যাওয়ার জন্য বেশ কয়েক দিন আগে বুক করতে হয় আসন। আর নাহলে অনেকে জরুরি ভিত্তিতে ব্যবহার করেন তৎকাল টিকিট কাটার অপশন। খুব দরকার পড়লে বেশি টাকা দিয়ে সফর করতেও অনেক সময় মানুষ বাধ্য হন। ভারতীয় রেলে রয়েছে প্রচুর নিয়ম। যারা রোজ ট্রেনে যাতায়াত করেন তারাও হয়তো রেলের সমস্ত নিয়ম জানেন না। জানলেও হয়তো সব সময় মাথায় থাকে না।

Advertisements

আচ্ছা আপনি কি জানেন যে ট্রেন ছাড়ার দশ মিনিট আগেও রেল সফরের জন্য টিকিট কনফার্ম করার সুবিধা রয়েছে ভারতীয় রেলে? অনেকেই হয়তো এই সুবিধার কথা জানেন না। ট্রেন ছাড়ার দশ মিনিট আগে কীভাবে রেলের টিকিট কনফার্ম করা সম্ভব, সেটা জানানোর জন্যই আজকের এই প্রতিবেদন। যাত্রীরা IRCTC অ্যাপের কথা নিশ্চই জানেন। এই অ্যাপের সাহায্যে ট্রেন ছাড়ার দশ মিনিট আগে টিকিট নিশ্চিত করার সুবিধা প্রদান করে থাকে।

Indian Railways

কীভাবে? প্রথমে আপনার ফোনে এই অ্যাপ থাকতে হবে। নাহলে গুগল থেকে সরাসরি চলে যেতে হবে IRCTC ওয়েব সাইটে। সেখান থেকে এবার আপনার পছন্দের ট্রেন খুঁজে নিতে পারবেন। কাঙ্ক্ষিত ট্রেন খুঁজে পাওয়ার পর অ্যাপ বা ওয়েব সাইট থেকে দেখে নিতে পারবেন ট্রেনের কোন কামরায় বা ক্লাসে কটা করে আসন ফাঁকা রয়েছে। যে কোনো ক্লাসে বা কামরায় আসন ফাঁকা থাকলে ট্রেন ছাড়ার একটু আগেও নিশ্চিত টিকিট পেয়ে যেতে পারেন।

Advertisements