ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সেক্টর Reliance jio এবার গ্রাহকদের জন্য উপহারের ডালা নিয়ে হাজির হলো। বন্ধুদের সাথে যোগাযোগ এবং ইন্টারনেটের ব্যবহার সহজলভ্য করার সুবর্ণ সুযোগ গড়ে দিল জিও। আজ্ঞে হ্যাঁ, জিও তার প্রিপেইড প্ল্যান গুলোর জন্য এমনিতেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর এবার সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করে রীতিমতো অবাক করে দিল সবাইকে। শুধুমাত্র সিমের মাধ্যমে নয়, সস্তার ফোন লঞ্চ করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ভারতীয় বাজারে।
শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য Jio Bharat 4G ফোন লঞ্চ করেছে। 1,000 টাকা মূল্যের এই স্মার্টফোনটি এখনও পর্যন্ত jio স্টোর কিংবা রিলায়েন্সে জিও-র সাথে অনুমোদিত স্টোর থেকে কিনতে পাওয়া যেত। তবে এবার সেই প্রক্রিয়া আরও সহজ করতে চলেছে সংস্থাটি। শুধুমাত্র জিও স্টোর থেকে নয়, এবার অনলাইন প্লাটফর্ম থেকেও Jio Bharat 4G মোবাইল কিনতে পারবেন গ্রাহকরা।
আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করা হয়েছে অনলাইন ই-কমাস শপিং সেন্টার অ্যামাজন ইন্ডিয়ার পক্ষ থেকে। জানা গেছে, Jio Bharat 4G স্মার্ট ফোন বিক্রির অংশীদার হিসেবে অ্যামাজনকে নির্বাচিত করেছে রিলায়েন্স জিও। যেখানে, 28শে আগস্ট দুপুর 12 টা থেকে বিক্রি শুরু হবে Jio Bharat 4G ফোনের। অ্যামাজন ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ফোনটি মাত্র 999 টাকায় ক্রয় করতে পারবেন গ্রাহকরা।
যদি দুর্দান্ত এই ফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে ফোনটির ফ্রন্ট সাইটে ‘ভারত” ব্র্যান্ডিং এবং ব্যাক সাইডে “কার্বন” ব্র্যান্ডিং দেখতে পাবেন। অর্থাৎ দুর্দান্ত এই স্মার্টফোনটি রিলায়েন্স জিও-র জন্য কার্বন কোম্পানি দ্বারা নির্মাণ করা হয়েছে। তাছাড়া এতে 1000mAh ব্যাটারি সহ 1.77 ইঞ্চির ডিসপ্লে দেখতে পাবেন। দুর্দান্ত এই স্মার্টফোনটি সফলভাবে ব্যবহার করার জন্য 123 টাকার দুর্দান্ত প্ল্যান ঘোষণা করেছে রিলায়েন্স জিও। যেখানে আপনি 28 দিনের বৈধতার পাশাপাশি আনলিমিটেড কল এবং প্রতিদিন 500MB হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন।