জিও’র ৯৯৯ টাকায় এয়ারটেল-ভোডাফোনের খেল খতম! ২৬% শতাংশ খরচ কমাচ্ছে রিলায়েন্স

Jio Bharat Mobile আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ১০০ মিলিয়নেরও বেশি নতুন গ্রাহক যুক্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। খ্যাতনামা ব্রোকারেজ হাউজ বিওএফএ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

Jio Bharat Mobile আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ১০০ মিলিয়নেরও বেশি নতুন গ্রাহক যুক্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। খ্যাতনামা ব্রোকারেজ হাউজ বিওএফএ সিকিউরিটিজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাজারের চাহিদা অনুযায়ী জিও ভারত ফোনের উৎপাদন বৃদ্ধি পেলে ২জি গ্রাহকরা নতুন করে উৎসাহ পেতে পারেন। এর ফলে এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়াদের ব্যবসা ফের মার খেতে পারে।

Advertisements

বোফা সিকিউরিটিজের মতে, জিও ভারত ফোন ২ জি এবং ফিচার ফোনের গ্রাহকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে। রিপোর্ট অনুযায়ী, ৯৯৯ টাকা দামের জিও ভারত ফোনটি বাজারে পাওয়া বেশিরভাগ ফিচার ফোনের চেয়ে সস্তা। এছাড়াও, এটি আনলিমিটেড ফ্রি ভয়েস কলিংয়ের সাথে অফার করা হচ্ছে।

Advertisements

বিশ্লেষকদের মতে, ভারতে প্রায় ২৫ কোটি টুজি গ্রাহক রয়েছেন এবং তাদের মধ্যে প্রায় ১৩ কোটি ভারতী এয়ারটেলের সাথে যুক্ত। এই ১৩ কোটি গ্রাহকের মধ্যে প্রায় ১০ কোটি গ্রাহক রয়েছেন যারা ভয়েস কলিং অর্থাৎ মোবাইলে কথা বলার জন্য এয়ারটেল ব্যবহার করেন। আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং প্যাকেজের সঙ্গে আসা জিও ইন্ডিয়া ফিচার ফোনটি এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার ২জি গ্রাহক বেসে বড় ধাক্কা দিতে পারে।

Jio Bharat Mobile

আরও একটি ব্রোকারেজ হাউজ জেফেরিজ তাদের রিপোর্টে স্বীকার করেছে যে জিও ভারত মোবাইল ফিচার ফোন ব্যবহারকারীদের তাদের মোবাইল ব্যবহার পিছু খরচের ২৬% পর্যন্ত সাশ্রয় করতে পারে। জেফেরিজের মতে, এয়ারটেল ২জি ফিচার ফোন বাজারের অনেকটা দখল করে নিয়েছে। এমন পরিস্থিতিতে জিও ভারত ফিচার ফোন সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে এয়ারটেলকে।

Advertisements