টেলিকম সার্ভিসের ব্যবসা খুব কঠিন। ভারতের মতো বৃহৎ দেশে রয়েছে একাধিক টেলিকম সার্ভিস কোম্পানি। সবাই চাইছে নিজেদের ব্যবসা বাড়াতে। বিশেষত বাজারে জিও আসার পর থেকে বদলে গিয়েছে সব হিসেব। মানুষকে আকর্ষণ করতে প্রতিনিয়ত নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে কোম্পানি। একটি কোম্পানি সাশ্রয়ী প্ল্যান বাজারে ছাড়লে অন্যান্য কোম্পানিও কিছু না কিছু অফার করে তাদের গ্রাহকদের। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও তার ব্যবহারকারীদের জন্য সময়মতো আরও একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে। আজ আমরা এমনই একটি প্ল্যানের কথা আপনাদের জানাবো যার ভ্যালিডিটি ১১ মাস। অর্থাৎ ৩৩৬ দিন ধরে চলবে এই প্ল্যান।
এগারো মাসের ভ্যালিডিটি যুক্ত এই প্ল্যানের দাম রাখা হয়েছে ১ হাজার ৫৫৯ টাকা। যার মধ্যে আপনি পুরো প্ল্যানের সাথে ১১ মাসের বৈধতা সহ ২৪ জিবি ডেটা পাবেন। এছাড়াও ৩৬০০ টি ফ্রি SMS – এর সুবিধা দিচ্ছে জিও। এর সাথে পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা।
জিওর এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে আরও কিছু সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। যার মধ্যে পেয়ে যেতে পারেন জিও থেকে বিনামূল্যে সাবস্ক্রিপশন করার সুবিধা। শুধু তাই নয়, এই প্ল্যানের সাথে ৫জিও ব্যবহার করতে পারবেন। আপনার কাছে যদি জিওর ৫জি নেটওয়ার্ক থাকে, এই প্ল্যানের সাহায্যে তাহলে ৫জি পরিষেবাও পেয়ে যাবেন খুবই কমের মধ্যে। ১১ মাসের নিরিখে এই প্ল্যানের দামকে সাশ্রয়ী বলা চলে।
যদিও এর জন্য একটি জিও ওয়েলকাম প্ল্যান থাকতে হবে। যাদের কম ডেটা প্রয়োজন তাদের জন্য এই প্ল্যানটি বেশ দুর্দান্ত। জিও আজ দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে উঠেছে, যার ব্যবহারকারীর সংখ্যাও পৌঁছেছে কোটিতে। জিও তার দুর্দান্ত পরিকল্পনার জন্য সর্বদা আলোচনায় রয়েছে। কলিং ব্যবহারকারীদের জন্য জিওর নতুন প্ল্যানটি বেশ দুর্দান্ত বলে প্রমাণিত হতে পারে । হিসেব করলে দেখা যাবে, এই প্ল্যানের আওতায় মাসিক ১৩৮ টাকার বিনিময়ে সব সুবিধা পেয়ে যাচ্ছেন।