জিও আনল সস্তায় নতুন ফোন, জেনে নিন বিস্তারিত

জিও নিয়ে এলো অসাধারন একটি ফোনের খবর। নতুন বছরে নতুন এই ফোনের খবর পেয়ে খুশি হল প্রত্যেকেই। কিন্তু এই অসাধারণ ফোন দিতে কি থাকছে। বর্তমানে…

Published By: Shreya Chatterjee | Published On:
Advertisements

জিও নিয়ে এলো অসাধারন একটি ফোনের খবর। নতুন বছরে নতুন এই ফোনের খবর পেয়ে খুশি হল প্রত্যেকেই। কিন্তু এই অসাধারণ ফোন দিতে কি থাকছে। বর্তমানে একটা অ্যান্ড্রয়েড বা একটা দামে ফোন কেনা মানুষের কাছে সত্যিই কোনো ব্যাপার নয়, কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের কাছে একটা ফোন কিন্তু সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ। আর সব সময় পকেট ও পারমিট করে না কিন্তু আর কোন চিন্তা নেই। জিও তার 5G মোবাইল 6000mh ব্যাটারি সহ মাত্র 1500 টাকায় লঞ্চ করেছে। এখন সবার মোটামুটি ঘরে ঘরে ঢুকে পড়েছে।

Advertisements

বর্তমানে, এটি সর্বাধিক সংখ্যক Jio সিম পাচ্ছে। এমন পরিস্থিতিতে, Jio তার গ্রাহকদের জন্য একটি নতুন 5G ফোন লঞ্চ করেছে। এই ফোনে আপনি একটি দীর্ঘ ব্যাটারি, একটি ভাল ক্যামেরা এবং অনেক ফিচার পাবেন। সবচেয়ে বড় কথা হল মোবাইলটি খুব সস্তা নাকি বিশেষত যারা পড়াশোনা করছেন এবং একেবারে নিম্নবিত্ত মানুষের কথা মাথায় রেখে এই ফোনটি আনা হচ্ছে। RAM এই মোবাইলে আপনি 4GB RAM এবং 8GB RAM এর দুটি ভেরিয়েন্ট পাবেন। আমরা যদি ব্যাটারির কথা বলি, তাহলে এই মোবাইলে আপনি 7000 IMAGES এর দীর্ঘ ব্যাটারি পাবেন বা এটি সহজেই দুই দিন চলবে।

Advertisements

এই মোবাইলের সাথে 10 ওয়াট চার্জও দেওয়া হবে। মোবাইলে আপনি 50 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা দেখতে পাবেন এবং সামনের মেগাপিক্সেল 8 মেগাপিক্সেলের দেখা যাবে।রিয়েল ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। অভ্যন্তরীণ মেমরি এই মোবাইলটিতে 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হবে।আরেকটি ভিন্ন ভেরিয়েন্ট রয়েছে যাতে 256 জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি দেওয়া হবে। তবে আর কি আর দেরি না করে চটপট কিনে ফেলুন অসাধারণ এই ফোন।

Advertisements